নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবেই: রাম মাধব
গুয়াহাটি: বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব আশ্বাস দিয়েছেন, যারা ধর্মীয় এবং সামাজিক নির্যাতনের শিকার হয়ে ২০১৫ সাল পর্যন্ত ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবেই। তিনি বলেন, সত্যিকারের ভারতীয় এবং নির্যাতিত অমুসলিম শরণার্থীরা কোনওভাবেই ভারতীয় নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন না।
প্রাক্তন বিধায়ক প্রয়াত বিমলাংশু রায়ের ৮১তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে রাম মাধব বলেন, যারা ধর্মীয় এবং সামাজিক নির্যাতনের শিকার হয়ে ২০১৫ সাল অবধি ভারতে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবেই।
তিনি বলেন, বরাক উপত্যকা (দক্ষিণ অসম) মূলত বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে আসা হিন্দুদের বাসভূমি। আমাদের আদর্শ পুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই ভূমিকে বাংলাদেশের সাথে যুক্ত হতে দেননি। শ্যামাপ্রসাদ বলেছিলেন, ব্রিটিশ ভারতকে ভাগ করেছে এবং তিনি অসমকে পাকিস্তানে যেতে না দিয়ে পাকিস্তানের ভাগ করেছেন। তিনি খণ্ডিত ভারতের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছেন। তাই প্রত্যেক বাঙালির প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা রয়েছে।
রাম মাধব বলেন, এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখের অনেকেই এমন আছেন যাদের পরিবারের নাম উঠেছে অথচ তাঁদের নাম বাদ পড়েছে। এধরনের ক্ষেত্রে খুব সহজে নাম অন্তর্ভুক্ত করা হবে। আমাদের হিসাব মতে প্রায় চার লাখ মানুষ নথিপত্রের অভাবে এনআরসিতে আবেদন করেননি। তাদের কথা আপাতত ভাবা হচ্ছে না।
তিনি আরও বলেন, ইতিহাস ঘাটলে দেখা যাবে প্রত্যেকে জাতিই ভারতবর্ষে নিরাপদ আশ্রয়ে পেয়েছিলেন। আমরা যদি অন্য দেশের সংস্কৃতিকে আশ্রয় দিয়ে রক্ষা করতে পারি তাহলে নিজের মানুষদের বাঁচানোর ক্ষমতা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে দেখিয়ে দিয়েছেন ৭০ বছর পুরনো ঐতিহাসিক ভুল কিভাবে শুধরে নেওয়া যায়। ঠিক একইভাবে নাগরিকত্ব বিল এনে নির্যাতিত হিন্দু শরণার্থীদের সুরক্ষা দেবেন তিনি এবং তাঁর সঙ্গে আমরা রয়েছি।