অবৈধ ভাবে ভারতে আসা মুসলিমরা বাদে অন্যরা ভারতীয় নাগরিকত্ব পাবে
নয়াদিল্লি: সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ধর্মীয় বিদ্বেষের শিকার হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান ও পার্সিদেরই শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়ে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি, অমিত শাহ বলেন, এনআরসি তালিকা তৈরির ক্ষেত্রে কোনও বিশেষ ধর্মকে নিশানা করা হয়নি।
অমিত শাহ সহ বিজেপি নেতৃত্ব একাধিকবার প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিমদের ভারতে শরণার্থী হিসেবে গ্রাহ্য করা হবে। যার থেকে স্পষ্ট, পড়শি দেশগুলো থেকে অবৈধ ভাবে ভারতে আসা মুসলিমরাই কেবল অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবে। বাকি ৬টি সম্প্রদায়ের মানুষেরা ভারতে আশ্রয় নিলে তাঁরা শরণার্থী হিসেবে গ্রাহ্য হবে।
সংসদের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করতে মরিয়া কেন্দ্রের মোদী সরকার। বুধবার এনআরসি প্রসঙ্গে অমিত শাহ রাজ্যসভায় বলেন, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে ধর্মীয় বৈষম্যের শিকার হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান ও পার্সি শরণার্থীদের নাগরিকত্ব পাওয়া উচিৎ। তাঁদের ভারতের নাগরিকত্ব দিতে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা প্রয়োজন।
এনসিপি সাংসদ সৈয়দ নাসির হুসেন প্রশ্ন তোলেন, ৬টি সম্প্রদায়ের মানুষদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বললেও অমিত শাহ কেন মুসলিমদের কথা এড়িয়ে গেলেন। জবাবে অমিত শাহ বলেন, আপনি এনআরসি ও নাগরিক সংশোধনী বিলের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলছেন। এনআরসি ও নাগরিক সংশোধনী বিল এক নয়। এনআরসি তৈরিতে কোনও ধর্মকে নিশানা করা হয়নি। সুপ্রিম কোর্টের তদারকিতেই সবকিছু হয়েছে। সারা দেশেই এনআরসি করা হবে।