Saturday, June 21, 2025
Latestদেশ

নাগরিকত্ব সংশোধনী বিল পাস করিয়ে হিন্দুদের নাগরিকত্ব দিতে বদ্ধপরিকর বিজেপি

নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীতকালীন অধিবেশনে অবাধ ও সুষ্ঠু আলোচনার বার্তা দিয়েছেন। এই অধিবেশনে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিল পাস করতে মরিয়া কেন্দ্রের মোদী সরকার। এই অধিবেশনে মোদী সরকারের প্রধান টার্গেট নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা।

প্রথম দিন থেকেই এই নিয়ে শোরগোল পড়ে যায় সংসদে। বিরোধীরা কোনওভাবেই এই বিল পাস হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে। নাগরিকত্ব বিলের সংশোধনীতে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সহ প্রতিবেশি দেশগুলি থেকে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিষ্টান ধর্মাবলম্বী) নাগরিকদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

বিজেপি সূত্রে খবর, সারাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী তাড়াতে এনআরসি কার্যকর করবে বিজেপি সরকার। তবে তার আগে এবার নাগরিকত্ব বিল পাস করাতে বদ্ধপরিকর মোদী সরকার। কারণ এই বিল পাশ হলেই অসমে এনআরসি তালিকা থেকে বাদ পড়া ১১-১২ লাখ হিন্দুকে নাগরিকত্ব দেওয়া যাবে। আর সেটা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ হিন্দুদের মনেও আতঙ্ক থাকবে। তাই নাগরিকত্ব বিলকে এবার পাশ করাতে মরিয়া গেরুয়া শিবির।

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, মুসলিমদের টার্গেট করা হচ্ছে।  সংবিধানের ১৪ নং অনুচ্ছেদে যে সমতার অধিকার সুনিশ্চিত করা হয়েছে, এ বিল তার পরিপন্থী। যদিও মোদী সরকারের বক্তব্য, মুসলিম প্রধান দেশে যেসব সংখ্যালঘু ধর্মাবলম্বীরা ধর্মীয় কারণে হিংসার শিকার হচ্ছেন তাঁদের নাগরিকত্ব দানই এ বিলের লক্ষ্য।

মোদী সরকার বলছে, দেশভাগের ফলে যাঁরা অসহায় হয়ে পড়েছিলেন, মা ভারতীর সেই সব সন্তানদের আশ্রয়দানের মাধ্যমে ইতিহাসের ভুলকে সংশোধন করাই এই বিলের লক্ষ্য।