Tuesday, March 25, 2025
রাজ্য​

নাগরিকত্ব বিল পাশ করার পর বাংলায় চালু করা হবে এনআরসি: মুকুল রায়

কলকাতা: বৃহস্পতিবার এনআরসি বিরোধী মঞ্চ থেকে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, ২ কোটি কেন বাংলায় ২ জনের গায়ে হাত দিয়ে দেখাক বিজেপি। আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি চালু হতে দেব না। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন রাজ্যের বিজেপি নেতা মুকুল রায়।

দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর কলকাতা ফিরেই মমতাকে নিশানা করে মুকুল রায় বলেন, ঘোলা জলে মাছ ধরতে গিয়ে বাংলায় মমতা অশান্তি ডেকে আনছেন। মুকুলবাবুর প্রশ্ন, এনআরসি নিয়ে কেন এত আপত্তি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মুকুল রায় জানান, বিশ্বের সবদেশেই রয়েছে নাগরিকপঞ্জী। বিজেপি বারবার বলেছে, আগে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হবে, তারপর তৈরি হবে নাগরিকপঞ্জী। ঘোলা জলে মাছ ধরতে গিয়ে মমতা বাংলায় অশান্তি ডেকে আনছেন।

এদিন সকালেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দমদম বিমানবন্দরে নেমেই বলেছিলেন, অসমে একটা পরীক্ষা করা হয়েছে, এবার বাকি দেশে করার চেষ্টা করব। প্রায় ২ কোটি বাংলাদেশি পশ্চিমবঙ্গে ঢুকেছে। তারা ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে। রাজ্যে এনআরসি চালু করা হলে অন্তত ২ কোটি মানুষের নাম বাদ পড়বে তালিকা থেকে।