Sunday, June 22, 2025
Latestদেশ

অমুসলিম শরণার্থীরা ভারতে ৫ বছর থাকলেই পাবেন নাগরিকত্ব

নয়াদিল্লি: সোমবার লোকসভায় উপস্থাপন করা হবে নাগরিকত্ব সংশোধনী বিল। ওই বিল অনুযায়ী, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিমরা ভারতীয় নাগরিকত্ব পাবেন। তবে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যারা ভারতে পাঁচ বছর বা তার চেয়ে বেশি সময় ধরে রয়েছেন তাঁরাই নাগরিকত্ব পাবেন।

আরও সহজ করে বলে গেলে, আপনি যদি হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি বা জৈন ধর্মের লোক হন এবং ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে থেকে ভারতে বসবাস করে থাকেন, তাহলেই আপনি ভারতীয় নাগরিকত্ব পাবেন।

১৯৫৫ সালের আইনে বলা হয়েছিল, নাগরিকত্ব পেতে হলে ভারতে ১১ বছর থাকতে হবে। কিন্তু প্রথমবার মোদী সরকার ক্ষমতায় এসে আনা বিলটিতে তা কমিয়ে ৬ বছর করে। এবার কমিয়ে করা হল ৫ বছর।

এদিকে, রাজ্য বিজেপি নেতৃত্ব শুরু থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দাবি জানিয়ে আসছে, নতুন বিলে অমুসলিমদের নিঃশর্ত নাগরিকত্ব প্রদান করা হোক। নাগরিকত্ব প্রমাণে কাগজপত্রের ঝামেলা দূর করা হোক।

বিজেপি নেতাদের দাবি, সংশোধিত আইনে কোনও শরণার্থী অমুসলিম হলফনামা দিলেই তাঁকে নাগরিকত্ব দেওয়া হবে। কোনওরকম কাগজপত্রের ঝামেলা পোহাতে হবে না।

নাগরিকত্ব সংশোধনী বিল পাস করতে রীতিমতো মরিয়া বিজেপি। এ বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দিতেই, এই বিল পাস করতে চাইছে গেরুয়া শিবির।