কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল
নয়াদিল্লি: পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে আনা নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। বিলটি আগামী সপ্তাহে সংসদে তুলবে কেন্দ্র। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজেপি সাংসদদের উদ্দেশে বলেন, এই বিলটি অগ্রাধিকার পাবে, এই বিলটি জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের মতোই বিশেষ গুরুত্বপূর্ণ।
নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে, ধর্মীয় নিপীড়নের জেরে হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি এই ৬টি সম্প্রদায়ের যারা ভারতে এসে আশ্রয় নেবেন তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন সংসদে এই বিল উপস্থাপন করবেন সেই সময় বিজেপির সমস্ত সাংসদদের সংসদে উপস্থিত থাকতে বলা হয়েছে।
Union Minister Prakash Javadekar: Citizenship Amendment Bill (CAB) has been cleared by the Cabinet. pic.twitter.com/nNwKfZAVdx
— ANI (@ANI) December 4, 2019
রাজনাথ সিং বলেন, ধর্মীয়-নিপীড়ন থেকে বাঁচতে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যেই এই বিল।বিলটি লোকসভায় সহজেই পাস হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তবে রাজ্যসভায় সরকারের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিলটি পাস করানো খুবই কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।
কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি, বাম এবং রাষ্ট্রীয় জনতা দল এই বিলের তীব্র বিরোধিতা করেছে। বিরোধীদের অভিযোগ, এই বিলে মুসলিমদের বাদ দেওয়া হয়েছে, যা দেশের ধর্মনিরপেক্ষ নীতির বিরুদ্ধ।
রাজনাথ সিং বলেন, প্রতিবেশী ধর্মান্ধ দেশগুলিতে সংখ্যালঘুদের উপর নির্যাতন অব্যাহত রয়েছে, তাঁরা বারবার নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়কে নাগরিকত্ব প্রদানের লক্ষ্যেই এই পদক্ষেপ, যা দেশের সর্বধর্ম সমন্বয়কে প্রমাণ করে।