Friday, June 20, 2025
Latestদেশ

লোকসভায় ২৯৩-৮২ ব্যবধানে পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল

নয়াদিল্লি: সোমবার লোকসভায় পেশ করা হয় নাগরিকত্ব সংশোধনী বিল। আলোচনার জন্য বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৯৩ জন বিলের পক্ষে ভোট দিয়েছেন এবং বিপক্ষে ভোট পড়েছে ৮২টি।

বিলের সপক্ষে অমিত শাহ বলেন, কংগ্রেস ধর্মের প্রয়োজনে দেশভাগ না করলে নাগরিকত্ব সংশোধনী বিলের দরকার পড়ত না। কংগ্রেসই ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছিল, আমরা নই।

বিরোধীরা এই বিলের বিরুদ্ধে তীব্র আপত্তি জানায়, তাঁদের দাবি, এই বিল মুসলিমদের বিরুদ্ধে। তবে, অমিত শাহ জোর দিয়ে বলেন, এই বিল সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়।


নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে, ভারতে টানা ৫ বছর ধরে বসবাস করা অমুসলিমদের নাগরিকত্ব প্রদান করা হবে। এই বিলের লক্ষ্য হল- পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত মুসলিমদের ছাড়া হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি এই ৬টি সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা।

তবে এই বিলের কোথাও মুসলিমদের নাম উল্লেখ করা হয়নি। বিরোধীদের অভিযোগ, এই বিল অসাংবিধানিক। বিলটির প্রস্তাব মেনে আইন হলে সেটি ভারতের মূল ধারণাকে আঘাত করবে।

মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্র যদি সব সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা বলে তাহলে আমরা এই বিল মেনে নেব। কিন্তু তাঁরা যদি ধর্মের ভিত্তিতে বৈষম্য করে, তবে আমরা এর বিরুদ্ধে লড়াই করব।