Sunday, June 22, 2025
Latestকলকাতা

CAA নাগরিকত্ব কেড়ে নেবে না, নাগরিকত্ব দেবে: যুব সমাজকে বার্তা মোদীর

কলকাতা: কলকাতা সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলুড় মঠের মঞ্চ থেকে যুব সমাজের প্রতি নতুন ভারত গড়ার ডাক দেন। তাঁর বক্তব্যে উঠে আসে ডিজিটাল ইন্ডিয়ার কথাও। বাদ পড়ল না, সিএএ ইস্যুও। নমো বলেন, পাকিস্তানে সংখ্যালঘুরা ধর্মীয় হিংসার শিকার। সেই শরণার্থীদের নাগরিকত্ব দিতেই সিএএ। কারও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে না, এই আইনের মাধ্যমে। CAA নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য।

রবিবার সকাল ১১টায় কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। শনিবার রাতে তিনি ছিলেন বেলুড় মঠে। রবিবার ভোরে ঘুম থেকে উঠে পুজো দেন তিনি। মঙ্গল আরতি দেখে বেলুড় মঠের সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন মোদী। এর পরে যোগ দেন প্রার্থনা সভায়। বৈদিক মন্ত্র উচ্চারণ করে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী মোদী। এরপর স্বামী বিবেকানন্দের ছবিতে মালা দেন তিনি।


এরপর বেলুড় মঠে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে আমার শুভেচ্ছা জানাই সকলকে। আমি মঠের সভাপতি ও অন্যান্যদের কাছে কৃতজ্ঞ আমাকে রাতে আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য। বেলুড় মঠ এটা আমার কাছে সব সময় বাড়ি ফেরার অনুভূতি।

এদিকে, বেলুড় মঠে CAA ইস্যুতে বক্তব্য দেওয়ায় মোদীর বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী বেলুড় মঠকে রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন। যদিও এ বিষয়ে রামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দিতে দেইনি।