বিয়েতে মেয়ের বাবা দিতে চাইলেও ১১ লাখ টাকা পণ ফিরিয়ে দিলেন জওয়ান
জয়পুর: পণ না পেয়ে স্ত্রী বা বাড়ির বউয়ের ওপর শ্বশুরবাড়ি কিংবা স্বামীর অত্যাচারের ঘটনা নতুন নয়। তবে সম্প্রতি জয়পুরে ঘটে গিয়েছে এমনই এক ঘটনা, যা পণ নিয়ে আপনার এই ধারণা সম্পূর্ণ বদলে দেবে। বিয়েতে মেয়ের বাবা ১১ লাখ টাকা পণ দিতে চাইলেও প্রস্তাব ফিরিয়ে দিলেন বর। পাত্র যে সে ব্যক্তি নন, দেশের জন্যে সদানিবেদিত প্রাণ এক সেনা জওয়ান।
জানা গেছে, জওয়ান জীতেন্দ্র সিংয়ের সঙ্গে বিয়ে ঠিক চঞ্চল শিখাওয়াতের। দেশসেবার নিয়োজিত পাত্র পেয়ে গর্বের শেষ ছিল না কনেপক্ষেরও। তাই খুশিমনেই জীতেন্দ্রকে পণ হিসেবে ১১ লাখ টাকা দিতে চায় মেয়ের বাড়ির লোকেরা। কিন্তু সঙ্গেসঙ্গেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে জীতেন্দ্র।
Bravo! Central Industrial Security Force personnel Jitendra Singh in Rajasthan is winning praise for refusing to take ₹11 lakh as dowry at his wedding and instead accepting ₹11 and a coconut from the parents of the bride. pic.twitter.com/lkxQVqesA8
— Pankaj Parashar (@PANKAJPARASHAR_) November 14, 2019
পণ নয়, বরং আশীর্বাদ স্বরূপ কেবলমাত্র ১১ টাকা ও একটি নারকেল চান জীতেন্দ্র। জীতেন্দ্র বলেন, তিনি বরাবরই পণ প্রথার বিরোধী। বিয়ের জন্যে এ ধরণের কিছু তিনি নিতে পারবেন না। বিষয়টি বুঝতে পেরেই পাত্রকে জড়িয়ে ধরেন মেয়ের পরিজনরা।
মেয়ের বাবা গোবিন্দ সিং শিখাওয়াত বলেন, মেয়ের জন্যে এমন জীবনসঙ্গী পেয়ে আমি নিশ্চিন্ত। এমন ছেলেকে জামাই ভাবতেও গর্বে বুক ভরে উঠছে। জীতেন্দ্র অবশ্য আইন পাশ করা চঞ্চল শিখাওয়াতকে স্ত্রী হিসেবে পেয়ে খুবই খুশি। পাত্রীও খুবই খুশি।