Thursday, April 24, 2025
দেশ

বিরোধীরা আমাকে রুখতে করতে চায়, আমি শেষ করতে চাই সন্ত্রাসবাদকে: মোদী

পাটনা: পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমান হানা নিয়ে বিরোধীদের সন্দেহের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার পাটনার সভা থেকে বিরোধীদের একহাত করে নিয়ে মোদী বলেন, বিরোধীরা জোট বেঁধে আমাকে হারাতে চায়, আমি শেষ করতে চাই সন্ত্রাসবাদকে।

তাঁর কথায়, বিরোধীরা যে কথায় কথা বলছেন, তাতে শত্রুপক্ষের মুখ উজ্জ্বল হচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যমে এখানকার নেতাদের নিয়ে প্রশংসা হচ্ছে।

প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, এর আগে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিল, এবার এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলছে। জওয়ানদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে।

মোদী জানান, দেশের বীর জওয়ানদের মৃত্যুতে এখন আর বসে নেই সরকার। ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিচ্ছে। আর এইসময় বিরোধীরা তাদের ত্যাগকে সন্দেহের চোখে দেখছে। তাদের অপমান করছে।