Monday, March 24, 2025
দেশ

আইনের ছাত্রীকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দ গ্রেফতার

শাহজাহানপুর: গ্রেফতার করা হল শাহজাহানপুরের আইন পড়ুয়া তরুণীকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দকে। আইনের ছাত্রীকে হুমকি দিয়ে এক বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চিন্ময়ানন্দকে শুক্রবার বিশেষ তদন্তকারী দল (সিট) তার বাসভবন ‘দিব্যা ধাম’ থেকে গ্রেফতার করেছে।

সিট-এর আধিকারিক জানিয়েছেন, গ্রেফতারির পর শারীরিক পরীক্ষার জন্য চিন্ময়ানন্দকে শাহাজাহানপুর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়।

আইনের পড়ুয়া উত্তরপ্রদেশের ২৩ বছরের ওই তরুণীর অভিযোগ, স্বামী চিন্ময়ানন্দ টানা এক বছর ধরে হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন। গত সোমবার আদালতে চিন্ময়ানন্দের বিরুদ্ধে বয়ান দেন উত্তরপ্রদেশের ওই অভিযোগকারিণী। তাঁর বয়ান নথিভুক্ত করা হয়। সিটের হাতে ৪৩টি ভিডিও ক্লিপিংস তুলে দেন নিগৃহীতা।

গত সপ্তাহে সাংবাদিক বৈঠকে করে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তোলেন ওই অভিযোগকারিণী। তাঁর দাবি, প্রথমে অভিযোগ জমা অস্বীকার করে পুলিশ। এবং অভিযোগ নেওয়ার পরেও চিন্ময়ানন্দকে গ্রেফতার করেনি বলে জানান ওই নির্যাতিতা। পাশাপাশি তিনি এও জানান সিটের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। পুলিশ চিন্ময়ানন্দকে গ্রেফতার না করলে আত্মহত্যা করার হুমকি দেয় ওই শিক্ষার্থী।

সিট-এর কর্ণধার ইন্সপেক্টর জেনারেল নবীন অরোরা বলেন, অভিযোগকারিণীর দেওয়া একটি মোবাইল ফোন এবং একটি পেনড্রাইভ ফরেনসিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। পেনড্রাইভটিতে ৪৩টি ভিডিও ক্লিপ রয়েছে যা শিক্ষার্থীর অভিযোগকে সমর্থন করে।