Tuesday, November 18, 2025
আন্তর্জাতিক

মসজিদ ভেঙে সুলভ শৌচালয় বানালো চিন

বেইজিং: উইঘুর মুসলিমদের প্রতি চিনের বর্বরতার কথা গোটা বিশ্ব জানে। এবার আরও অকথ্য অত্যাচারের চিত্র সামনে এল। চিন সরকার উইঘুরদের পাঁচ হাজারের বেশি মসজিদ ভেঙে দিয়েছে বলে খবর। এমনকি উইঘুর মুসলিমদের মসজিদ ভেঙে সেখানে সাধারণ মানুষের জন্য সুলভ শৌচালয় বানালো চিন সরকার।

আতুশ সুনতাং গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এই শৌচালয়টি যেখানে তৈরি হচ্ছে সেখানেই আগে ছিল টোকুল মসজিদ। ২০১৮ সালে এই মসজিদ ভেঙে ফেলে চিন সরকার। বিষয়টি প্রকাশ্য আসার পর তুমুল বিতর্ক শুরু হলেও এখনও পর্যন্ত এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়নি পাকিস্তান-সহ কোনও ইসলামিক দেশ।

উইঘুর কমিটির প্রধান বলেন, চিন সরকার মসজিদ ধ্বংস করে সেখানে শৌচালয় বানাল। এখনও জনতার উদ্দেশ্যে ওই শৌচালয় উন্মুক্ত হয়নি। তবে আর কোথাও কি জায়গা ছিল না? উত্তরে তিনি বলেন, এই গ্রামে প্রত্যেকের বাড়িতে শৌচালয় রয়েছে। উইঘুরদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেই এই ব্যবস্থা।

নামপ্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বলেন, ২০১৯ সালে গ্রামের আনজা মসজিটিকেও ভেঙে ফেলা হয়। মসজিদ ভেঙে সেখানে তৈরি করা হয়েছে শপিং কমপ্লেক্স। সেখানে দেদার মদ, সিগারেট বিক্রি হচ্ছে। ইসলামে যা নিষিদ্ধ।

তবে শুধু মসজিদ ভাঙাই নয়, গত কয়েক বছরে অবাধে ইসলামিক মিনার, কবরখানা নষ্ট করেছে চিন সরকার। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ১৫ হাজার মসজিদ ধ্বংস করা হয়েছে চিনে।