ব্যর্থ হল চিনের প্রথম প্রাইভেট রকেটের উৎক্ষেপণ
বেইজিং: প্রাইভেট সেক্টরের হাত ধরে প্রথমবার মহাকাশে রকেট উৎক্ষেপণের চেষ্টা করছিল চিন। তবে ব্যর্থ হল চিনের প্রথম প্রাইভেট রকেটের উৎক্ষেপণ। রবিবার চিনের জিউকান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উত্ক্ষেপণ করা হয় এই রকেট। মহাকাশে সফলভাবে না পৌঁছেই মাটিতে ফিরে আসে Zhuque-1.
চিনের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রকেটের স্টেজ ইঞ্জিন ঠিকভাবে কাজ না করায় ব্যর্থ হয় এই রকেট উত্ক্ষেপণ। এটি একটি থ্রি স্টেজ রকেট। তৃতীয় পর্যায়ে গিয়েই সমস্যাটা দেখা দেয় বলে জানা গিয়েছে।
China’s first private-sector commercial launch vehicle, Zhuque-1, developed by Beijing-based private space company LandSpace, failed to send a satellite into orbit after being launched from Jiuquan Satellite Launch Center in NW China’s Gansu on Sat. No other details are available pic.twitter.com/DOKozEnfX3
— Global Times (@globaltimesnews) 27 October 2018
সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম দুটি স্তরে সব ঠিকই ছিল। বেজিং-এর ‘ল্যান্ড স্পেস’ কোম্পানি বানিয়েছে এই রকেট। তবে প্রথমবারের ব্যর্থতায় তাঁরা মোটেও হতাশ নয়। তাঁরা ফের রকেট উৎক্ষেপণ করবে বলে জানিয়েছে।
রকেটটি ছিল ১৯ মিটার লম্বা ও ১.৩৬ মিটার চওড়া। এর ওজন ২৭ টন। এই রকেটটি উৎক্ষেপণের সময়ে তোলা একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ৬২ ফুটের লাল ও সাদা রঙের ওই রকেট নীল আকাশে উঠে যাচ্ছে। স্টেট ব্রডকাস্টার CCTV-র জন্য একটি স্যাটেলাইট ওই রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হচ্ছিল।