চিনও বুঝতে পেরেছে তারা সব সময় পাকিস্তানকে সমর্থন করতে পারবে না: সেনাপ্রধান
নয়াদিল্লি: চিন বুঝতে পেরেছে তারা তাদের সব ঋতুর বন্ধু পাকিস্তানকে সব সময় সমর্থন করতে পারবে না। বৃহস্পতিবার এমনটাই মন্তব্য করলেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। কাশ্মীরে পাকিস্তানের সক্রিয়তা প্রসঙ্গে প্যারিসে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) বৈঠকের প্রভাবের বিষয়ে তিনি এই মন্তব্য করেন।
সংবাদসংস্থা এএনআইকে সেনাপ্রধান নারাভানে বলেন, চিন এটা বুঝতে পেরেছে তারা সব সময় তাদের সব ঋতুর বন্ধু পাকিস্তানকে সমর্থন করতে পারবে না। তিনি বলেন, যদি এফএটিএফ পাকিস্তানের ওপরে চাপ বাড়ায় তাহলে পাকিস্তান তাদের দেশে চলতে থাকা জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে বাধ্য হবে।
Army Chief General MM Naravane on the effect of FATF plenary in Paris on Pakistan activities in Kashmir: China has also realised that they cannot back their all-weather friend (Pakistan) all the time. (1/2) pic.twitter.com/KcmzHxOH10
— ANI (@ANI) February 20, 2020
তিনি বলেন, যদি এফএটিএফ পাকিস্তানের ওপরে চাপ বাড়াতে থাকে তাহলে পাকিস্তানের জঙ্গিদমন নিয়ে নতুন করে ভাবতে হবে। এফএটিএফ একটা বড় ভূমিকা রাখবে কাশ্মীর উপত্যকায় জঙ্গি ক্রিয়াকলাপ দমনে।
প্রসঙ্গত, এফএটিএফ-এর ধূসর তালিকাতে রয়েছে পাকিস্তান। এফএটিএফ তাদের রিপোর্টে জানিয়েছে, লস্কর-ই-তৈবা, জামাত-উদ-দাওয়া, ফালাহ-ই-ইনসানিয়াতের মতো জঙ্গি সংগঠন বা তাদের নেতাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থাই নেয়নি পাকিস্তান।