চিনে উইঘুর মুসলিমদের হত্যা করে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা হচ্ছে!
নিউ ইয়র্ক: চিনে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের হত্যা করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিল। এ ঘটনাকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ নৃশংসতার সঙ্গেও তুলনা করেছে তাঁরা। চিনের সংখ্যালঘুদের ওপর কোনও মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল।
ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, ওই ট্রাইব্যুনালের কাউন্সেল হামিদ সাবি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলকে (ইউএনএইচআরসি) জানিয়েছেন, বহু বছর চিনজুড়ে জোর করে অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করা হয়েছিল এবং আজও তা অব্যাহত আছে। উইঘুর সংখ্যালঘুদের এই লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়, এতে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামিদ সাবি জানিয়েছেন, শিকারের জন্য শিকার, মৃত্যুর জন্য মৃত্যু, হার্ট ও অন্যান্য অঙ্গ জীবিত অবস্থায় কেটে ফেলা। নির্দোষ, নিরীহ মানুষ এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহ গণ-অত্যাচারের শিকার হয়েছেন। জীবন বাঁচাতে অঙ্গ প্রতিস্থাপন একটি বৈজ্ঞানিক ও সামাজিক বিজয়, কিন্তু দাতাকে হত্যা করা অপরাধ।
ট্রাইব্যুনালের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, চিনের বন্দি, ফালুন গং এবং উইঘুর সংখ্যালঘুদের ওপর মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছেন তাঁরা। দীর্ঘ ২০ বছর ধরে চিন সরকার সংখ্যালঘুদের হত্যা করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে বিক্রি করছে। বন্দি ও সংখ্যালঘু ছাড়াও জীবিত বা মৃত ব্যক্তির কিডনি, লিভার, হার্ট, ফুসফুস, কর্নিয়া এবং ত্বকের চামড়া বিক্রির জন্য অপসারণ করা হয় বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
যদিও বেইজিং এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ২০১৫ সাল থেকে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের অঙ্গও তাঁরা ব্যবহার করে না।