Saturday, June 21, 2025
Latestদেশ

পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বোবদের নাম সুপারিশ করলেন রঞ্জন গগৈ

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নাম সুপারিশ করেছেন। ওই চিঠিতে রঞ্জন গগৈ লেখেন, সরকারের উচিৎ বিচারপতি শরদ অরবিন্দ বোবদেকে পরবর্তী প্রধান বিচারপতি করার প্রক্রিয়া শুরু করতে। পাশাপাশি, সরকারের কাছে প্রধান বিচারপতির অবসরের বয়স ৬২ থেকে ৬৫ করার প্রস্তাবও দিয়েছেন রঞ্জন গগৈ।

রঞ্জন গগৈর পরে প্রবীণত্বের বিচারে ভারতের দ্বিতীয় বর্ষীয়ান বিচারপতি বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর নেবেন। ১৯৫৬ সালের ২৪ এপ্রিল নাগপুরে জন্ম। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি।

প্রচলিত রীতি অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসর নেওয়ার এক মাস আগে পরবর্তী সবচেয়ে বর্ষীয়ান বিচারপতির নাম সুপারিশ করে থাকেন। আইনমন্ত্রক থেকে এই প্রস্তাব পাঠানো হবে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার জন্য। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আনুষ্ঠানিক ভাবে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বোবদের নাম ঘোষণা করবে সরকার।

দেশের ৪৬ তম প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আগামী ১৭ নভেম্বর অবসর নেবেন। ২০১৮ সালের ৩ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে যোগ দেন তিনি। অযোধ্যা মামলা, অসম নাগরিক পঞ্জী সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দানে নেতৃত্ব দিয়েছেন তিনি।