চার কেজি ওজন কমছে চিদাম্বরমের, মিলল বাড়ির খাবার খাওয়ার অনুমতি
নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে ৭ অক্টোবর অবধি তিহার জেলেই থাকতে হবে, তবে জেলে বসেও বাড়ির তৈরি খাবার খেতে পারবেন তিনি। এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট। আইএনএক্স মিডিয়ায় আর্থিক দুর্নীতির অভিযোগে গত ২১ আগস্ট চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই।
সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের পর গত ৫ সেপ্টেম্বর থেকে দিল্লির তিহার জেলে রয়েছেন চিদাম্বরম। বৃহস্পতিবারই শেষ হয়েছে চিদম্বরমের বিচার বিভাগীয় হেফাজত। এর পরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। বাড়ির খাবার পাওয়ার আর্জি জানান চিদম্বরম।
সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বাড়ির তৈরি খাবার চিদম্বরমকে দেওয়ার ব্যাপারে তাঁদের কোনও আপত্তি নেই। তবে, তিহার জেল কর্তৃপক্ষ বিষয়টিতে আপত্তি তুলেছিলেন, কারণ জেলে নিয়ম সবার জন্য একই। সুপ্রিম কোর্টেও চিদাম্বরম জানান, জেলে দেওয়া খাবারে তিনি অভ্যস্ত হতে পারছেন না। এই কয়েক দিনের মধ্যে তাঁর চার কেজি ওজন কমেছে।
প্রসঙ্গত, চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন তাঁর অনুমতিতেই ৩০৫ কোটি টাকা ঢোকে আইএনএক্স মিডিয়ার ঘরে। অভিযোগ উঠেছে, তাঁর পুত্র কার্তি চিদাম্বরমের অনুরোধেই ওই কাজ করেন তিনি এবং বিনিময়ে কার্তি মোটা অঙ্কের ঘুষ নেন।