ছত্তিশগড়ে একটানা চতুর্থবার জয়লাভ করবে বিজেপি, বলছে সমীক্ষা
রায়পুর: আগামী নভেম্বরের ১২ ও ২০ তারিখে দুই দফায় ছত্তিশগড় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোটগণনা হবে ১১ ডিসেম্বর। এই রাজ্যের পাশাপাশি আরও চার রাজ্যে ভোটগণনা হবে। সবমিলিয়ে পাঁচটির মধ্যে তিনটি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। সমীক্ষা বলছে, ছত্তিশগড়ে একটানা চতুর্থবার জয়লাভ করবে গেরুয়া শিবির।
ইন্ডিয়া টিভির সমীক্ষা বলছে, এবারও জিতে একটানা চতুর্থবার ছত্তিশগড়ে সরকার গড়বেন রমন সিং। ১৫ বছরের সরকার আরও পাঁচ বছর ছত্তিশগড় শাসন করবে। বিরোধীরা আগের চেয়ে শক্তিশালী হলেও সরকার গড়তে পারবে না।
#Chhattisgarh Elections Opinion Poll: In the 90-seat assembly, BJP may win 50 seats, while the main opposition party Congress may win 30 seats. Bahujan Samaj Party and Ajit Jogi’s JCCJ combine may win nine seats, while ‘Others’ may win one seat. #OpinionPollWithIndiaTV pic.twitter.com/9UG304jx1B
— India TV (@indiatvnews) 25 October 2018
ইন্ডিয়া টিভি-সিএনএক্স জনমত সমীক্ষা বলছে, ৯০ বিধানসভা আসনের রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ছত্তিশগড়ে ৫০টি আসন পাবে। কংগ্রেস পেতে পারে ৩০টি আসন। এছাড়া অজিত যোগী ও বসপা মিলে বাকি ১০টি আসন পেতে পারে।
এদিকে রাজ্যে টানা চতুর্থবার জয় পেতে কোমর বেঁধে নেমে পড়েছে পদ্ম শিবির। ভোটের প্রচারে কোন খামতি রাখতে রাজি নয় গেরুয়া শিবির। তার সঙ্গে প্রচারে যাতে গ্ল্যামার যুক্ত করা যায়, সেই চেষ্টা করা হয়েছে। ফলে একসঙ্গে ৪০জন তারকা প্রার্থীকে প্রচারে নামানো হচ্ছে। যার মধ্যে রয়েছেন একডজন মন্ত্রী, হাফ ডজন মুখ্যমন্ত্রী। এছাড়াও রয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে মূলত বিজেপি ও কংগ্রেস একে অপরের মূল প্রতিপক্ষ। সঙ্গে বহুজন সমাজ পার্টি, জনতা দল কংগ্রেসের মতো আঞ্চলিক দলও রয়েছে। শেষ তিনটি নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। তবে এবার বিজেপিকে রুখতে একদিকে কংগ্রেস যেমন রয়েছে, তেমনই হাত ধরাধরি করেছে মায়াবতীর দল বসপা ও অজিত যোগীর দল জনতা কংগ্রেস।