পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ছত্রপতি শিবাজির মূর্তি স্থাপন করলো ভারতীয় সেনা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছে প্যাংগং হ্রদের তীরে ছত্রপতি শিবাজির মূর্তি স্থাপন করল ভারতীয় সেনা। সোমবার, লাদাখের রাজধানী লেহ্-স্থিত ১৪ নম্বর কোরের কমান্ডিং অফিসার (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লা আনুষ্ঠানিকভাবে মরাঠা বীরের মূর্তিটির উন্মোচন করেন।
ছত্রপতি শিবাজি: প্রতিরোধের প্রতীক
উন্মোচন অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল ভাল্লা বলেন, “ছত্রপতি শিবাজি প্রতিরোধ ও আত্মসম্মানের প্রতীক। তাঁর সাহস ও নেতৃত্ব আমাদের জন্য অনুপ্রেরণা।”
সেনার ‘ফিস্ট অ্যান্ড ফিউরি কোর’ ও তাদের ভূমিকা
লাদাখের পূর্ব সীমান্তে চিনা আগ্রাসনের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারতীয় সেনার ‘ফিস্ট অ্যান্ড ফিউরি কোর’। ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে এই কোরের অন্তর্গত বিহার রেজিমেন্টের জওয়ানেরা সাহসিকতার সঙ্গে চিনা সেনার আক্রমণ প্রতিহত করেছিলেন। তাঁদেরই উদ্যোগে প্যাংগং হ্রদের তীরে শিবাজির মূর্তি স্থাপন করা হয়।
সীমান্ত পরিস্থিতি ও নতুন বার্তা
চলতি মাসে পূর্ব লাদাখের সীমান্ত বিরোধ নিরসনে ভারত ও চিন ‘ডিসএনগেজমেন্ট’ প্রক্রিয়া শেষ করেছে বলে দাবি করেছে। ফিঙ্গার এরিয়া-৪ এবং এর আশপাশে সেনা সংখ্যা কমানোর প্রক্রিয়া চলছে। তবে নতুন সমঝোতা অনুযায়ী ভারতীয় সেনার টহলদারির সুনির্দিষ্ট সীমা এখনও স্পষ্ট নয়।
মূর্তির প্রতীকী বার্তা
ছত্রপতি শিবাজির মূর্তি বসানোর ঘটনাটি প্রতিরোধ ও জাতীয় গৌরবের বার্তা বহন করে। সেনা সূত্রে জানা গিয়েছে, এটি শুধু এক ঐতিহাসিক নেতার প্রতি সম্মান প্রদর্শন নয়, বরং সীমান্তে প্রতিরক্ষা শক্তি জোরদার করার প্রতীকও।
প্যাংগং হ্রদের তীরে শিবাজির মূর্তি উদ্বোধনের মাধ্যমে ভারতীয় সেনা কেবল অতীতের বীরত্বকেই স্মরণ করছে না, বরং সীমান্তে আত্মনির্ভরতা ও প্রতিরোধের মনোভাবকে উদযাপন করছে। সীমান্তে শান্তি আলোচনা চললেও এই প্রতীকী উদ্যোগ চিনের প্রতি ভারতের কঠোর অবস্থানের ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।