Sunday, June 22, 2025
Latestদেশ

চেন্নাইয়ের ইঞ্জিনিয়ারের কৃতিত্বে খোঁজ মিলল ল্যান্ডার বিক্রমের

নয়াদিল্লি: অবশেষে চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষের খোঁজ মিলল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (NASA)  চাঁদের মাটিতে বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। টুইট বার্তায় নাসা জানিয়েছে, তাঁদের উপগ্রহের এলআরও ক্যামেরায় ধরা পড়ছে বিক্রমের ধ্বংসাবশেষের ছবি। এই ধ্বংসাবশেষ খুঁজে বের করেছেন চেন্নাইয়ের কম্পিউটার প্রোগ্রামার ও পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুব্রহ্মণ্যম।

গত ২৬ সেপ্টেম্বর চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের ভেঙেপড়ার জায়গাটির ছবি প্রকাশ করেছিল নাসা। ছবিটি তোলা হয়েছিল এলআরও ক্যামেরায়। সেই ছবি থেকে একটি অংশকে বিক্রমের ধ্বংসাবশেষ বলে দাবি করেন সুব্রহ্মণ্যম। নাসার সর্বশেষ প্রকাশিত ছবিতে সেই জায়গাটিকে ‘এস’ বলে চিহ্নিত করা হয়। নাসার প্রকাশ করা ছবিতে নীল ও সবুজ রঙ করে বিক্রমের ধ্বংসাবশেষ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


মাদুরাইয়ের বাসিন্দা সুব্রহ্মণ্যমই এই অসাধ্য সাধন করলেন। নাসার ডেপুটি প্রজেক্ট সায়ান্টিস্ট জন কেলার বলেছেন, ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে বের করার তথ্য আমাদের জানানোর ধন্যবাদ। LROC টিম সেই তথ্যের ভিত্তিতে আরও খতিয়ে দেখে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়।

নাসা জানিয়েছে, সুব্রহ্মণ্যম প্রথমে ধ্বংসাবশেষ চিহ্নিত করেন। বিক্রম ল্যান্ডার যেখানে ক্র্যাশ ল্যান্ড করেছিল তার উত্তর পশ্চিম দিকে একটা বড় উজ্জ্বল পিকসেল প্রথমে চিহ্নিত করেন তিনি। এর পরই সন্মুগ লুনার রেকনিসেন্স অরবিটার প্রজেক্টের দায়িত্বে থাকা গবেষকদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কথা শোনার পরই প্রজেক্ট টিম চন্দ্রযান-২ অবতরণের আগের ও পরের ছবির তুলনা করে নিশ্চিত হয় ওটা ল্যান্ডার বিক্রমেরই ধ্বংসাবশেষ।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অবতরণের সময়ে ‘চন্দ্রযান-২’ এর অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার দূরে থাকতেই ইসরোয় সংকেত পাঠানো বন্ধ করে দেয় ল্যান্ডার বিক্রম। তখনই আশঙ্কা করা হয়েছিল, চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় ভেঙে পড়েছিল ল্যান্ডার বিক্রম।