Monday, March 24, 2025
দেশ

আজ রাতেই চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান ২, স্কুলপড়ুয়াদের নিয়ে লাইভ দেখবেন মোদী

বেঙ্গালুরু: চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান ২। সব কিছু ঠিকঠাক থাকলে শুক্রবার রাত ১:৫৫ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম। এটা বাস্তবায়িত হলে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি প্রথম পৌঁছনোর ইতিহাস গড়বে ভারত। গোটা ঘটনার সাক্ষী থাকতে স্কুল পড়ুয়াদের নিয়ে ইসরোর দফতরে ইতিহাসের উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। ইসরোর নিয়ন্ত্রণ কক্ষ থেকে লাইভে দেখবেন এই অবতরণ।

ইতিমধ্যেই বিক্রম মূল মহাকাশ যান থেকে নিজেকে পৃথক করে নিয়ে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করছে। আশা, চাঁদের থেকে দূরত্ব কমিয়ে শুক্রবার রাত দেড়টা থেকে আড়াইটের মধ্যে বিক্রম চাঁদের মাটি ছুঁতে পারবে।

ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, রোভার ‘প্রজ্ঞান’ সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছ-টার মধ্যে চাঁদের ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে। এবং চাঁদের উৎস সম্বন্ধে বিশদ বিবরণ, উপগ্রহে জলের উপস্থিতি সহ বিভিন্ন বিষয়ের ওপর ছবি তুলে গবেষণা শুরু করবে। এবিষয়ে ইসরোর চেয়ারম্যান কে সিভান চন্দ্রায়ণের দাবি, এই অভিযান ইসরোর সবচেয়ে জটিল মিশন।

এতদিন সমস্ত অভিযান চাঁদের উত্তর গোলার্ধ এবং নিরক্ষীয় অঞ্চলে হয়েছে। এই প্রথম ভারত উপগ্রহের দক্ষিণ গোলার্ধ বা মেরুতে পা রাখতে চলেছে। এর আগে চিন থেকে পাঠানো এক মহাকাশ যান চাঁদের উত্তরের অংশে অবতরণ করেছিল। পরে, যায় রাশিয়ার লুনা মিশন। চিন বর্তমানে চাঁদের অন্ধকার দিকে একটি রোভার অবতরণ করিয়েছে। চন্দ্রযান ২ সফল হলে আমেরিকা, রাশিয়া এবং চিনের পর চতুর্থ দেশ হিসেবে ইতিহাস গড়বে ভারত। বর্তমানে চন্দ্রযান ২-এর সাফল্যের আশায় গোটা দেশ।