Monday, March 17, 2025
Latestদেশ

চন্দ্রযান-২–এর অরবিটার দারুন কাজ করছে: ইসরো প্রধান

বেঙ্গালুরু: চন্দ্রযান ২ সম্পর্কে ইসরোর তরফে জানানো হয়েছে, শেষ পর্যন্ত ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে শনিবার ইসরোর চেয়ারম্যান কে শিবন সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব না হলেও চন্দ্রযান ২-এর অরবিটার খুব ভালো কাজ করছে। অরবিটারে ৮টি যন্ত্র রয়েছে এবং যার প্রত্যেকই ঠিকঠাক কাজ করছে।

চাঁদের দক্ষিণ দিকে অন্ধকার নেমে আসায় বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদে অন্ধকার এতটাই বেশি হয় যে তার মধ্যে কোনও কিছু দেখা প্রায় অসম্ভব। এর জেরে কেবলমাত্র ইসরো নয়, পৃথিবীর কোনও স্পেস এজেন্সি বিক্রমের ছবি নিতে পারবে না।

বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদে আগামী ১৪ দিন পর্যন্ত অন্ধকার থাকবে। আগামী ১৪ দিন ল্যান্ডার বিক্রমকে এই ভাবেই পড়ে থাকতে হবে চাঁদের মাটিতে। এরকম পরিস্থিতিতে বিক্রমের অক্ষত অবস্থায় থাকা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে।

এদিকে নাসা জানিয়েছে, ২১ সেপ্টেম্বরের মধ্যে বিক্রমের সাথে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। ২১ সেপ্টেম্বরের পর ফের ছবি তোলার চেষ্টা করা হবে ১৪ অক্টোবরের পর। তখন ওই এলাকা আলোকিত হবে ও স্পষ্ট ছবি পাওয়া যাবে। তবে ইসরো জানিয়েছে, অবতরণের পর ১৪ দিনের মধ্যে বিক্রম ও রোভার প্রজ্ঞানের কার্যক্ষমতা থাকবে, সে ক্ষেত্রে বিক্রমের সাথে যোগাযোগ প্রায় অসম্ভব।