Tuesday, March 25, 2025
দেশ

এক বছর নয়, আগামী সাত বছর চাঁদের কক্ষপথে সচল থাকবে চন্দ্রযানের অরবিটার

বেঙ্গালুরু: চাঁদের মাটি স্পর্শ করার ২.১ কিলোমিটার আগে চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। তবে সম্পূর্ণ সুস্থভাবে চাঁদকে পরিক্রম করছে চন্দ্রযান ২-এর অরবিটার।

ইসরোর এক আধিকারিক জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ রয়েছে অরবিটার, সঠিকভাবে কাজ করছে সব যন্ত্র, সঠিক কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে, ছবি তুলেও পাঠাবে ভারতে। এই অরবিটারের ছবি থেকে বিজ্ঞানীদের কাছে চলে আসবে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য।

২,৩৭৯ কিলোগ্রাম ওজনের এই অরবিটার এক বছর বিভিন্ন কাজ করতে পারবে। চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উপরে রয়েছে চন্দ্রযান ২ অরবিটার। সেখানে রয়েছে আটটি আলাদা পেলোড যা দিনে চন্দ্রপৃষ্ঠের গবেষণা চালানো সম্ভব।

ভারত সরকারের প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অ্যাডভাইজর অধ্যাপক কে বিজয় রাঘবন টুইটারে জানিয়েছেন, এই অরবিটারের আয়ুষ্কাল এক বছর বলে পরিকল্পনা করা হয়েছিল। তবে অরবিটারে মজুদ থাকা জ্বালানি বিশ্লেষণ করে মহাকাশ বিজ্ঞানীরা জানান, যা আশা করা হয়েছিল, তার সাতগুণ বেশি জীবনকাল অরবিটারের। যার অর্থ, এক বছর নয়, আগামী সাত বছর চাঁদের কক্ষপথে সচল থাকবে চন্দ্রযান ২-এর অরবিটার।

চন্দ্রযান ২-এর তিনটি অংশ। এর প্রথম অংশটিই হল অরবিটার। যেটি চাঁদের কক্ষপথে অবস্থান করছে। সেই অরবিটার থেকে বিচ্ছিন্ন হয়েই, ২০০ মিটার/সেকেন্ড গতিবেগ নিয়ে চাঁদের মাটিতে নামছিল ল্যান্ডার বিক্রম। চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে, দক্ষিণ মেরুতে যেটি হঠাত্‍‌ই হারিয়ে যায়। তবে কেন এভন ঘটনা ঘটল তা বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

ইসরোর দাবি, ল্যান্ডার ও রোভার হারিয়ে ক্ষতি হয়েছে ৫ শতাংশ। অর্থাত্‍‌ চন্দ্রযান ২-এর ৯৫ শতাংশই অক্ষত রয়েছে। এই ৯৫ শতাংশই হল, চন্দ্রযান ২-এর সবথেকে বড় অংশ অরবিটার। যা বিজ্ঞানীদের প্রত্যাশা পূরণ করেছে।