চন্দ্রযান ২ অভিযান ভারতের জন্য এক বিরাট পদক্ষেপ: আমেরিকা
নয়াদিল্লি: চন্দ্রযান ২ অভিযান ১০০ শতাংশ সফল না হলেও ইসরোর সেই প্রচেষ্টা নজর কেড়েছে গোটা বিশ্বের। শনিবার মধ্যরাতে চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয় ইসরোর। রবিবার আমেরিকা জানিয়েছে, চন্দ্রযান ২ অভিযান ভারতের জন্য এক বিরাট পদক্ষেপ। এর ফলে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, যার ফলে বৈজ্ঞানিক পর্যবেক্ষণে আরও অগ্রসর হওয়া যাবে।
দক্ষিণ ও মধ্য এশিয়ার কার্যকরী সহ সচিব অ্যালিস জি ওয়েলস জানিয়েছেন, চন্দ্রযান ২-এর প্রচেষ্টার জন্য আমরা অভিনন্দন জানাই ইসরোকে। এই অভিযান ভারতের জন্য এক বিরাট পদক্ষেপ। এর ফলে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, যার ফলে বৈজ্ঞানিক পর্যবেক্ষণে আরও অগ্রসর হওয়া যাবে।
We congratulate @ISRO on their incredible efforts on #Chandrayaan2. The mission is a huge step forward for India and will continue to produce valuable data to fuel scientific advancements. We have no doubt that India will achieve its space aspirations. AGW https://t.co/r1TAjvRl47
— State_SCA (@State_SCA) September 7, 2019
অ্যালিস জি ওয়েলস আরও জানান, আমাদের কোনও সন্দেহ নেই যে ভারত তাদের মহাকাশ-আকাঙ্ক্ষা পূর্ণ করবে। ইসরোর চন্দ্রযান ২ মিশনের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও। নাসা টুইট করে জানিয়েছে, মহাকাশ অভিযান খুব কঠিন। আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার ইসরোর চন্দ্রযান ২ মিশনের প্রচেষ্টার প্রশংসা করি। আপনারা আমাদের অনুপ্রাণিত করেছেন। ভবিষ্যতে মহাকাশ গবেষণায় আমরা একসঙ্গে কাজ করতে চাই।
শনিবার চাঁদে অবতরণের কয়েক মিনিট আগে চন্দ্রযান ২-র ল্যান্ডার ‘বিক্রম’-এর সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।তবে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগের আশা ছাড়তে নারাজ ইসরো। শনিবার একথা জানান ইসরোর সভাপতি কে সিভান। তিনি বলেন, আগামী ১৪ দিন ধরে তাঁরা যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা চালিয়ে যাবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, চাঁদে নামার পথে আমরা অনেকটা এগিয়েছি এবং এবার সাফল্য আসবে। ইসরোর সদর দফতরে দাঁড়িয়ে বিজ্ঞানীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা খুব কাছে এসে গিয়েছিলাম। কিন্তু আমাদের আরও প্রচেষ্টার প্রয়োজন। আজকের শিক্ষা আমাদের আরও শক্তিশালী ও উন্নত করে তুলবে।