Monday, March 17, 2025
দেশ

চতুর্থ কক্ষপথে পৌঁছে গেল ‘চন্দ্রযান ২’, চাঁদ থেকে দূরত্ব আর মাত্র ১২৪ কিলোমিটার

চাঁদের আরও কাছে পৌঁছে গেল চন্দ্রযান ২। শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৮ মিনিট নাগাদ চাঁদের উপবৃত্তাকার তৃতীয় কক্ষপথ ছেড়ে বেরিয়ে গেল চন্দ্রযান ২। এগিয়ে গেল চতুর্থ কক্ষপথের দিকে। এরপর ফাইনাল অরবিট অর্থাৎ পঞ্চম কক্ষপথে পৌঁছতে সময় লাগবে আর মাত্র দু’দিন। তারপরেই ইতিহাসের পাতায় নাম তুলবে ‘চন্দ্রযান ২’।

ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদের চতুর্থ কক্ষপথের ১২৪x১৬৪ কিলোমিটার পরিধিতে ঢুকে গিয়েছে চন্দ্রযান ২। চাঁদ থেকে তার দূরত্ব আর মাত্র ১২৪ কিলোমিটার। আর বর্তমান অবস্থান থেকে দক্ষিণ মেরুর দূরত্ব প্রায় ১৬৪ কিলোমিটার।

ফাইনাল অরবিট বা পঞ্চম কক্ষপথে পৌঁছবে ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা নাগাদ। সব ঠিক থাকলে আগামী ২ সেপ্টেম্বর ‘বাহুবলী’ জিএসএলভি মার্ক-৩ রকেট থেকে ল্যান্ডারের ছাড়াছাড়ি হবে। তারপর সব শেষে চাঁদের মাটিতে নামবে বিক্রম ল্যান্ডার।

ইসরোর তরফে জানানো হয়, নামার আগে আরও চার দিন চাঁদকে প্রদক্ষিণ করবে ল্যান্ডার। তার পর ধীরেসুস্থে নামবে চাঁদের দক্ষিণ মেরুতে (৭০ ডিগ্রি অক্ষাংশ)। ইজেক্ট করবে ২৭ কেজি ওজনের ৬ চাকার রোভার ‘প্রজ্ঞান’কে।