বিজয় মিছিলে বাধা দিলে অশান্তির দায় মমতার, হুঁশিয়ারি বাবুল সুপ্রিয়র
আসানসোল: বিজেপির বিজয় মিছিল সম্পর্কে রাজ্য প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বিজেপি আর কোনও বিজয় মিছিল করতে পারবে না। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অভিযোগ করেছেন, বিজয় মিছিলের নামে গোটা রাজ্যে তাণ্ডব করছে বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়াচ্ছে তারা। আর তাই বিজয় মিছিল করতে দেওয়া হবে না। এবার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
শনিবার সকাল ৭ টা নাগাদ আসানসোল স্টেশনে নেমেই বাবুল সুপ্রিয় সাফ জানান, বিজয় মিছিল হবেই। আর তাতে বাধা দিলে অশান্তির জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁকে স্বাগত জানাতে দলের কর্মী, সমর্থকরা ফুল হাতে নিয়ে ভিড় জমিয়েছিলেন স্টেশনে।
पन्दवेस्वर विधानसभा के ‘विजय मिचिल’ की कुछ झलकियां आप सबसे साझा कर रहा हूँ।
आसनसोल के लोगों के समर्थन और प्रेम का में सदैव आभारी रहूँगा। @BJP4Bengal @BJP4Asansol @TeamBabul #BJP4SonarBangla pic.twitter.com/AcCG0dbyVU
— Babul Supriyo (@SuPriyoBabul) June 8, 2019
বাবুল সুপ্রিয় বলেন, মানুষের রায়ে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয় হয়েছে। বিজয়ী প্রার্থীরা ৫ লাখের উপর ভোট পেয়েছেন। মানুষ চান, জয়ীদের অভিবাদন ও স্বাগত জানাতে। উনি(মমতা) আটকানোর কে? উনি মনে হয় এই দুর্দিনে তৃণমূলের প্রার্থীদের বিজয় মিছিল করতে মানা করেছেন। আমরা বিজয় মিছিল করব। যদি তৃণমূল আটকানোর চেষ্টা করে, তাহলে অশান্তির দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে।
বাবুল সুপ্রিয়র আগে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, আমরা আগে থেকে অনুমতি নিয়েছি তাই যেভাবে ঠিক ছিল সেভাবেই বিজয় মিছিল হবে।