আমার ফোনেও আড়ি পাতা হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার
কলকাতা: অজ্ঞাতনামা সংস্থাগুলি ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে ভারতের বেশ কয়েকজন সাংবাদিক এবং মানবাধিকার কর্মীর হোয়াটসঅ্যাপের কথোপকথনের উপর নজরদারি করেছে! হোয়াটসঅ্যাপের এমন ঘোষণার বিষয়ে তদন্ত শুরু করার জন্য কেন্দ্রকে শনিবার অনুরোধ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, এটা খুবই গুরুতর বিষয়। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়টিতে তদন্ত নিশ্চিত করার জন্য অনুরোধ করব।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি আদালতে দায়ের করা মামলার প্রেক্ষিতে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের অভিযোগ, ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপ টেকনলজিস পেগাসাস নামক একটি স্পাইওয়্যারের দ্বারা ১,৪০০ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে টার্গেট করেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, আমাদের বাকস্বাধীনতা কোথায়? আমরা তাহলে কি ফোনেও নির্দ্বিধায় কথা বলতে পারব না? আমরা যা বলছি তা কেউ শুনছে! আমরা ভেবেছিলাম হোয়াটসঅ্যাপের মেসেজগুলি এনক্রিপ্ট করা যায় না, তবে সেটাও রেহাই পেলো না। ল্যান্ডলাইন ফোন বা মোবাইল ফোন কোনওটাই নিরাপদ নয়- এটি সম্পূর্ণ গুপ্তচরবৃত্তি।
এদিকে, সর্বভারতীয় কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়ার হোয়াটস্যাপেও আড়ি পাতা হয়েছে বলে দাবি করল কংগ্রেস। কংগ্রেসের অন্যতম মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ফোনে যে আড়ি পাতা হয়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা যে লঙ্ঘিত হয়েছে, তা মেসেজ বার্তার মাধ্যমে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ প্রিয়ঙ্কাকে জানিয়েছে। রণদীপ সিং সুরজেওয়ালা আরও জানান, প্রফুল্ল পটেল ও এনসিপি নেতা শরদ পওয়ারের ফোনেও আড়ি পাতার ঘটনা ঘটেছে।