Thursday, June 19, 2025
Latestরাজ্য​

ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি বাবদ বাংলার জন্য ৪১৫ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

কলকাতা: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় অভিযোগ করেন, বুলবুলের ক্ষতিপূরণ বাবদ এক টাকাও দেয়নি কেন্দ্র ৷ চব্বিশ ঘণ্টাও কাটল না, কেন্দ্র সাফ জানিয়ে দিল, ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিপূরণ বাবদ ৪১৪.৯০ কোটি টাকা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে।

অন্যদিকে, ওড়িশার ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিপূরণের জন্য ৫৫২ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। রাজ্যের বিপর্যয় মোকাবিলার জন্য কেন্দ্রের যে তহবিল রয়েছে তা থেকেই এই টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মোদী সরকার।


যদিও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুলবুলে ক্ষতির পরিমাণের হিসাব দিয়েছিলেন ২৩ হাজার কোটি টাকার বেশি। কিন্তু কেন্দ্র ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ করল ৪১৪.৯০ কোটি টাকা।

কেন্দ্রীয় প্রতিনিধদলকে রিপোর্টে নবান্ন জানায়, বুলবুলে রাজ্যে ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ৫ লাখ ১৮ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৫ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বিদ্যুত্‍ সংক্রান্ত ক্ষতির পরিমাণ ৫৯৭ কোটি টাকা।