Friday, June 20, 2025
Latestদেশ

সব প্রশাসনিক দফতরে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলের ছবি লাগানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি: দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ছবি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সব দফতরে লাগানো বাধ্যতামূলক, নির্দেশ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রকের। বৃহস্পতিবার এই নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেলের বার্তা ‘‌আমরা সর্বদা দেশের সুরক্ষা এবং ঐক্য অক্ষত রাখব’,‌ ছবির সঙ্গে এটিও লেখা থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, দেশবাসীকে সর্দার প্যাটেলের ভাবনায় অনুপ্রাণিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, সর্দার প্যাটেলের জন্ম বার্ষিকী ৩১ অক্টোবর উপলক্ষ্যে রাষ্ট্রীয় একতা দিবসও পালন করা হবে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  ৩১ অক্টোবর এই রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানের সূচনা করেন। তারপর থেকে প্রত্যেক বছর এই রাষ্ট্রীয় একতা দিবস পালিত হয়ে আসছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা দেশের সকল রাজ্য পুলিশ প্রধানকে চিঠির দিয়ে জানিয়েছেন, এ বছর রাষ্ট্রীয় একতা দিবস পালনের এক তাৎপর্য র‌য়েছে। জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার ফলে এটি এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে যুক্ত হয়ে গিয়েছে।

অজয় কুমার ভাল্লা আরও বলেন, এই বিশেষ উপলক্ষ্যে, দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলের ঐতিহাসিক অবদানকে স্মরণে রেখে, ভারতীয় পুলিশের ভিত্তি স্থাপন করতে হবে। শুধু তাই নয়, তাঁর দেখানো পথই হবে প্রশাসনের দিকনির্দেশ। তাই সর্দার প্যাটেলের ছবি এবং তাঁর বার্তা সব পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অফিসে টাঙানো বাধ্যতামূলক। যাতে দেশের মানুষ এবং পুলিশরা অনুপ্রেরণা পায়।