মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন করা বাধ্যতামূলক, নির্দেশ যোগী সরকারের
লখনউ: ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের ৭৩তম বর্ষপূর্তি পালন করতেই হবে সমস্ত মাদ্রাসায়। জাতীয় সঙ্গীত গেয়ে ত্রিরঙা উত্তোলন করতেই হবে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে। রাজ্যের সমস্ত মাদ্রাসাগুলিতে এই মর্মে নির্দেশ পাঠাল উত্তরপ্রদেশ সরকার।
বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে প্রাণ বলিদান দেওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পড়ুয়াদের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে অবহিত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানের বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রেজিস্ট্রার এস এন পাণ্ডে সংখ্যালঘু দফতরের ডেপুটি ডিরেক্টর এবং জেলাগুলির সংখ্যালঘু কল্যাণ আধিকারিকদের চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছেন।
নির্দেশিকা অনুযায়ী, সকাল আটটায় প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতা সংগ্রামী ও সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন পড়ুয়ারা। স্বাধীনতার উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্পোর্টস ইভেন্ট আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ১৬,৪৬১টি মাদ্রাসা আছে। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মাদ্রাসাগুলিকে স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দেওয়া হচ্ছে।