মঙ্গলবার ফের রাজীব কুমারকে জেরা করবে CBI
শিলং: কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে পরপর তিনদিন জেরা করার পর মঙ্গলবার ফের তাকে জেরা করার জন্য ডাকল সিবিআই। তবে মঙ্গলবার ডাকা হয়নি তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে।
উল্লেখ্য, শনিবার শিলংয়ে রাজীব কুমারকে আট ঘণ্টা জেরা করে সিবিআই। রবিবার তাঁকে ফের ১২ ঘণ্টা জেরা করা হয়। সোমবারও তাঁকে কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। আগামী কাল, মঙ্গলবার জেরা হলে এই নিয়ে চার দিন হবে শিলংয়ের সিবিআই দফতরে রাজীব কুমারকে সারদা এবং রোজ় ভ্যালি কাণ্ডে জেরা করার।
এদিকে, আজ, সোমবার জেরার পরে সিবিআই দফতর থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, জিজ্ঞাসাবাদের বিষয়ে আমি কিছু জানাব না। আমাকে তদন্তে সাহায্য করার জন্য ডাকা হয়েছিল, আমি করেছি। সে তদন্তের শেষে কী হবে, তা নিয়ে কিছু বলা আমার এক্তিয়ারে পড়ে না।
কুণাল ঘোষ বলেন, আমায় রাজীব কুমারের মুখোমুখি বসানো হয়েছে। আমার যা অভিযোগ এবং বক্তব্য, তা তাঁকে শুনতে হয়েছে। এখানেই আমার নৈতিক জয় হয়েছে বলে আমি মনে করছি।
মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন শহরে ও রাজ্যে সুষ্ঠু পরিস্থিতি বজায় রাখতে কমিশনারের উপস্থিতি জরুরি বলে মনে করেছিলেন অনেকেই। তবে মঙ্গলবারও শিলংয়েই রাজীব কুমারকে জেরা চলবে বলে জানিয়েছে সিবিআই।