Tuesday, March 25, 2025
Latestরাজ্য​

নারদ-কাণ্ডে নয়া মোড়! জেরার পরদিন মির্জাকে নিয়ে মুকুলের ফ্ল্যাটে সিবিআই

কলকাতা: নারদা-কাণ্ডে শনিবার নিজাম প্যালেসে প্রায় আড়াই ঘণ্টা জেরা করা হয়েছিল বিজেপি নেতা মুকুল রায়কে। নারদ-কাণ্ডে ধৃত পুলিশ কর্তা সৈয়দ মহম্মদ হোসেন মির্জার মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়েছিল। এরপর আজ রবিবার সকালে মির্জাকে নিয়ে মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটে যায় সিবিআই।

জানা যাচ্ছে, টাকা লেনদেনের ঘটনার পুর্ননির্মাণ করার জন্যই মুকুল রায়ের বাড়ি গিয়েছিলেন সিবিআই কর্তারা। সূত্রের খবর, শনিবার মির্জার সঙ্গে মুখোমুখি বৈঠকে টাকা লেনদেন সংক্রান্ত ব্যাপারে বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন সিবিআই।

সিবিআই সূত্রে খবর, জেরায় মির্জা তাঁদের জানিয়েছেন, তিনি যা করেছেন তা মুকুল রায়ের নির্দেশে। এলগিন রোডের ওই ফ্ল্যাটে গিয়ে তিনি মুকুল রায়কে বিপুল অঙ্কের টাকাও দেন বলে দাবি করেছেন মির্জা। সেই অনুযায়ী সিবিআই আধিকারিকরা এদিন মির্জাকে মুকুল রায়ের ফ্ল্যাটে নিয়ে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করছেন। করা হচ্ছে পুরো ঘটনার ভিডিওগ্রাফিও। এর ফলে মুকুল রায়ের চাপ বেশ কয়েকগুণ বাড়ল বলেই দাবি রাজনৈতিক মহলের।

প্রসঙ্গত, শনিবার সিবিআই দফতরে প্রায় আড়াই ঘন্টা জেরা শেষে বেরিয়ে মুকুল রায় জানিয়েছিলেন, আমি আইন মেনে চলার নাগরিক। তদন্ত সংস্থা যখনই বলবে, আমি জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হব। তবে যে সময় এই লেনদেন চলছিল, সেই সময় আমি নির্বাচনে দাঁড়াইনি। কোথাও দেখা যায়নি যে আমি টাকা নিচ্ছি বা দিচ্ছি। আমার সঙ্গে টাকা লেনদেনের ব্যাপারে কোনও কথা হয়নি। ব্যবসার ব্যাপারে পরামর্শ নিতে এসেছিলেন ম্যাথু স্যামুয়েল।