Tuesday, March 25, 2025
রাজ্য​

রাজীব কুমারের খোঁজে আচমকা নবান্নে হানা দিল সিবিআই

কলকাতা: সিবিআইয়ের তরফে ইতিমধ্যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তলব করা হলেও হাজির হননি তিনি। তাই রাজীব কুমারের খোঁজে রবিবার বিকালে আচমকা নবান্নে হানা দেয় সিবিআইয়ের দুই প্রতিনিধি। রাজীব কুমার কোথায় আছেন, তা জানতে চেয়ে রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের নামে চারটি চিঠি দিতে যান তাঁরা।

তবে রবিবার হওয়ার কারণে সংশ্লিষ্ট আধিকারিকদের অফিস বন্ধ রয়েছে। সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, সেখান থেকে তাদের জানিয়ে দেওয়া হয়, আজ রবিবার ছুটির দিন। তাই কারও সাথেই দেখা মিলবে না। যদিও চিঠিতে কি লেখা আছে সে বিষয়ে মুখ খুলতে নারাজ সিবিআই কর্তারা।

সিবিআই জানিয়েছে, নবান্নের সামনে প্রায় ১৫ মিনিট দাঁড় করিয়ে রাখা হয় তাঁদের প্রতিনিধিদের। সিবিআইয়ের আধিকারিকরা জোরাজুরি করায়, তাঁদের নবান্নের ভিতর নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জানা যায়, ডিজিপিকে চিঠি দিতে পারলেও, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিতে সোমবার ফের নবান্নে যাবে সিবিআই।

সিবিআই জানিয়েছে, কোনও আইপিএস অফিসার ছুটিতে থাকলে তাঁকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাঁর অবস্থান জানাতে হয়। এখন রাজীব কুমার ছুটিতে কোথায় রয়েছেন, তা জানতেই সিবিআইয়ের এই তত্‍‌পরতা বলে জানা গেছে।