Monday, March 24, 2025
দেশ

২ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে চিদম্বরম

নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় ২ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে ৫ দিনের হেফাজত চাওয়া হলেও তিনদিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় চিদম্বরমকে গ্রেফতার করা হয়। শুক্রবারই তাঁর হেফাজতের মেয়াদ শেষ হয়।


শুক্রবার সকালে আরও পাঁচদিনের হেফাজতের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে পাঁচ দিনের পরিবর্তে তিন দিনের হেফাজত মঞ্জুর করেন বিশেষ বিচারক অজয়কুমার কুহার।

আদালতের এই সিদ্ধান্তে যদিও অসন্তোষ প্রকাশ করেছেন চিদম্বরম। তিনি জানান, ৫৫ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে তাঁকে। ৪০০-র বেশি প্রশ্ন করা হয়েছে। এর পরেও হেফাজতের মেয়াদ বাড়ানো আদৌ যুক্তিযুক্ত কি না, তা নিয়েও প্রশ্নও তোলেন তিনি।