Tuesday, March 25, 2025
Latestরাজ্য​

রাজীব কুমারের আগাম জামিনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে সিবিআই

নয়াদিল্লি: এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই। কলকাতা হাইকোর্ট রাজীবের গ্রেফতারিতে নিষেধাজ্ঞা জারি করার পর শীর্ষ আদালতে দ্বারস্থ হল সিবিআই। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, রাজীব কুমারের মামলাটি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার মতো নয়।

প্রসঙ্গত বলে রাখি, সারদা চিট ফান্ড কেলেঙ্কারি ২৫০০ কোটি টাকার। বহু মানুষ সর্বস্বান্ত হন এই চিট ফান্ডের দ্বারা প্রতারিত হয়েছেন। রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ, সারদা কাণ্ডের বহু প্রমাণ নষ্ট করেছেন তিনি। সারদা মামলায় রাজ্য সরকার গঠিত সিটের সদস্য ছিলেন তিনি। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে সারদা মামলার তদন্তভার ন্যস্ত করে। তার আগে তদন্তের জন্য রাজ্য সরকার যে বিশেষ তদ‌ন্তকারী দল গঠন করেছিল তাতে ছিলেন রাজীব।

হাইকোর্ট জানিয়েছে, সিবিআই রাজীবকে গ্রেফতার করলে ৫০হাজার টাকার দু’টি পৃথক জামিনে তিনি তৎক্ষণাৎ মুক্ত হতে পারবেন। কলকাতা ছাড়ার জন্যও আদালতের অনুমতি প্রয়োজন নেই রাজীবের। আদালত জানায়, তাদের পর্যবেক্ষণ অনুযায়ী সিবিআইকে তদন্তে সাহায্য করছেন রাজীব কুমার। তাই এটি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার মতো মামলা নয়।

গত ৩ ফেব্রুয়ারি সিবিআই আধিকারিকদের একটি দল রাজীব কুমারের বাড়ি ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। তাঁরা রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন। রাজীব কুমারের বাড়িতে হানা দেওয়ার প্রতিবাদে ধর্নায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।