সিবিআই এখন বিজেপি ব্যুরো অব ইনভেস্টিগেশন, কটাক্ষ মমতার
কলকাতা: ২০১৯ লোকসভা ভোটের আগে ফের ইস্যু পেয়ে গেল বিরোধীরা। একযোগে সিবিআই ইস্যু নিয়ে মোদী সরকারের সমালোচনায় মুখর কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টিও। এবার টুইট করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের গৃহযুদ্ধের আগুনে ঘৃতাহুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই আধিকারিকের দ্বন্দ্ব প্রসঙ্গে মুখ খুলে সিবিআইকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বুধবার বেলা ১১ টা ৪৮ মিনিটে টুইটে একযোগে বিজেপি ও সিবিআইকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী লেখেন, সিবিআই এখন বিবিআই (বিজেপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন) হয়ে গিয়েছে। এটা সত্যিই দুর্ভাগ্যজনক…।
CBI has now become so called BBI ( BJP Bureau of Investigation ) – very unfortunate!
— Mamata Banerjee (@MamataOfficial) 24 October 2018
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন তুললেন, সিবিআই কর্তা অলোক বর্মাকে অপসারণের পিছনে রাফায়েল দুর্নীতির যোগ নেই তো! রাতের অন্ধকারে নেওয়া সিদ্ধান্ত থেকে সেই সন্দেহ হচ্ছে এখন। এর জবাব মোদী সরকারকে দিতে হবে। দুর্নীতি করে ধামাচাপা দিতে পারবে না। সাধারন মানুষ এর জবাব চাইবে।
What are the reasons for sending CBI director on leave? Under which law did the Modi govt get the authority to initiate action against the chief of an investigating agency appointed as per the Lokpal Act ? What is Modi govt trying to hide ?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) 24 October 2018
কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, মোদী সরকারের আমলে সিবিআইয়ের স্বাধীনতা সমাধিতে পরিণত হয়েছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহকে নিশানা করে তীব্র সমালোচনায় বেঁধেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। টুইটে তিনি লিখেছেন, সিবিআই তদন্তে হস্তক্ষেপ করতে পারেন না প্রধানমন্ত্রী। এই ঘটনাই প্রমাণ করছে সিবিআইয়ের স্বাধীনতার সমাধি হয়েছে।
#modishah de facto removes the prosecutor 2protect accused in extortion FIR. No 1 was indep cos of sc mandated selection comm. removal legally void wo same selection comm which gives fixed tenure. PM cant interfere ongoing crl investigation can’t Remove investigation teams.
— Abhishek Singhvi (@DrAMSinghvi) 24 October 2018
তবে সিবিআইয়ের দুই শীর্ষ কর্তার দ্বন্দ্ব নিয়ে এই প্রথম মুখ খুললেও এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক স্বার্থ বিজেপি সিবিআইকে ব্যবহার করছে বলেও বারংবার অভিযোগ করেছিলেন মমতা।