Tuesday, March 25, 2025
Latestদেশ

রাষ্ট্রপুঞ্জে ‘উস্কানিমূলক এবং ঘৃণাপূর্ণ’ মন্তব্যের জন্য ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের

মুজাফফরপুর: রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বক্তৃতায় ‘উস্কানিমূলক এবং ঘৃণাপূর্ণ’ বক্তৃতা দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে শনিবার মামলা দায়ের করা হল বিহারের মুজফরনগর আদালতে। আইনজীবী সুধীর কুমার ওঝা ইমরানের এই মামলা দায়ের করেছেন।

আবেদনে ৫০ বছর বয়সী সুধীর কুমার শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। সুধীর কুমারের অভিযোগ, ইমরান খান ‘উস্কানিমূলক এবং ঘৃণাপূর্ণ’ মন্তব্য করেছেন রারাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে। পাশাপাশি ইমরান তাঁর বক্তব্যে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকিও দিয়েছেন। আগামী ২৪ অক্টোবর এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

সুধীর কুমার পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইপিসি ১২৪ (এ), ১২৫ এবং ৫০৫ এর অধীনে রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত, ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি এবং একটি জনগোষ্ঠীকে উস্কানিতে প্ররোচিত করার বিষয়ে এফআইআর দায়ের করেছেন।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ইমরান খানের বক্তব্য রাখার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির বার্তা দিয়েছিলেন। মোদী বলেন, ভারত বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে। তবে ইমরান খান তাঁর বক্তব্যে ঠিক মোদীর বিপরীত কথা বলেন।

ইমরান খান তাঁর বক্তৃতায় পারমাণবিক যুদ্ধের হুমকি দেন। এবং তাঁর ভাষণের অর্ধেক সময়টাই কাশ্মীর ও ভারত নিয়ে বক্তব্য রাখেন। তবে ‘রাইট টু রিপ্লাই’-তে ইমরান খানের সব অভিযোগের দাঁত ভাঙা জবাব জবাব দিয়েছে ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের প্রথম সচিব বিদিশা মৈত্র।