Friday, June 20, 2025
Latestদেশ

নারী শক্তির জয়জয়কার! প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতৃত্ব দিলেন তানিয়া শেরগিল

নয়াদিল্লি: দেশজুড়ে পালিত হচ্ছে ৭১তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সিগনাল কর্পস স্কোয়াডের নেতৃত্ব দিলেন ক্যাপ্টেন তানিয়া শেরগিল। এই নিয়ে দ্বিতীয় বার কোনও মহিলা আধিকারিক কুচকাওয়াজের নেতৃত্ব দিলেন। এর আগে তানিয়া শেরগিল ইতিহাস রচনা করেছেন প্রথম মহিলা প্যারেড অ্যাডজুটান্ট হিসেবে।

২৬ বছরের তানিয়া বলেন, ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল তাঁদের বংশের চতুর্থ প্রজন্ম হিসেবে সেনাবাহি‌নীতে যোগদান করার। তিনি বলেন, শৈশব থেকে আমার স্বপ্ন ফৌজি হব। আমি চোখের সামনে দেখতাম কীভাবে বাবা ফৌজির পোশাক পরতেন, কাজে যোগ দেওয়ার জন্য তৈরি হতেন। সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই পোশাক একদিন আমিও গায়ে তুলবই।


একজন মহিলা হয়ে গোটা পদাতিক বাহিনীকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে ক্যাপ্টেন তানিয়া শেরগিল বলেন, তুমি নিজেকে জীবন্ত, কৃতজ্ঞ ও সুখী অনুভব করবে যখন তুমি ময়দানে বাহিনীকে নেতৃত্ব প্রদান করতে পারবে।

এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। প্যারেডে অংশগ্রহণ করে ৬১ অশ্বারোহী সৈন্য, ৮টি মেকানাইসড সৈন্যশ্রেণি, ৬টি কুচকাওয়াজ বাহিনী এবং বায়ুসেনার অ্যাডভান্স লাইট হেলিকপ্টার রুদ্র এবং ধ্রুব। ছিলেন ৩ জন পরমবীর চক্র এবং ৪ জন অশোকচক্র পুরস্কার প্রাপ্তরা।