Saturday, June 21, 2025
Latestদেশ

ধর্ষকদের সাজা দ্রুত কার্যকর করার নিদান দিলেন দেশের প্রধান বিচারপতি বোবদে

নয়াদিল্লি: নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার অপরাধীদের সাজা কার্যকর বছরের পর বছর দেরি হল। যা রুখতে কেন্দ্রীয় সরকার বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন জানায় কেন্দ্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে সীমাহীন লড়াই করা যায় না। অপরাধীদের দ্রুত সাজা কার্যকর করতে হবে।

দেশের প্রধান বিচারপতি বলেন, শুধু মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া নয়, তা কার্যকর করাও সমান গুরুত্বপূর্ণ। একজন দোষী সাব্যস্ত অপরাধী যেন মনে না করে যে যখন খুশি মৃত্যুদণ্ডকে চ্যালেঞ্জ করে সাজা কার্যকর করাকে বিলম্বিত করা যায়। জঘন্য অপরাধের অপরাধীর বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে সাজা কার্যকর করতে হবে দ্রুততার সাথে।

বুধবার কেন্দ্র সুপ্রিম কোর্টে আবেদন জানায়, একের পর আবেদন বিচার প্রক্রিয়া পিছিয়ে দেয়। তাই মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পর আসামী যেন ৭ দিনের মধ্যে প্রাণভিক্ষার আর্জি জানায়, সে মর্মে নির্দেশ দিক শীর্ষ আদালত। এবং প্রাণভিক্ষার আর্জি খারিজ হওয়ার ৭ দিনের মধ্যে মৃত্যু পরোয়ানা জারি করার ব্যবস্থা করুক সর্বোচ্চ আদালত।

দিল্লির পাতিয়ালা হাউস আদালতের রায় অনুযায়ী, ১৭ জানুয়ারি ফাঁসিতে ঝোলানোর কথা ছিল নির্ভয়ার চার ধর্ষকের। কিন্তু ধর্ষকদের এক জন গত সপ্তাহে প্রাণভিক্ষার আর্জি জানানোয় পিছিয়ে যায় ফাঁসির তারিখ। এ সম্পর্কে বিচারপতি বোবদে বলেন, পরিকল্পনা করেই আইনের সাহায্য নিয়ে ফাঁসির তারিখ পিছোনোর চেষ্টা করছে অপরাধীরা। এমনটা রুখতে, আইনের বদল আনা জরুরি।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর গণধর্ষিত হন নির্ভয়া। ঘটনার ১৩ দিন পরে মারা যান তিনি। ঘটনার এত বছর পেরিয়ে গেলেও এখনও নির্ভয়ার ৪ ধর্ষকের সাজা কার্যকর করা হয়নি। এই জঘন্য অপরাধের শাস্তির দাবিতে লড়াই করে চলছেন নির্ভয়ার মা আশা দেবী। বারবার ফাঁসির তারিখ পিছিয়ে যাওয়ায় তীব্র হতাশা প্রকাশ করেছেন তিনি।