বারাণসীর ঘাট থেকে ১০০ বছর আগে চুরি যাওয়া অন্নপূর্ণা মূর্তি ভারতকে ফেরাচ্ছে কানাডা
বারাণসী: ১০০ বছর আগে বারাণসীর ঘাট থেকে চুরি হয়ে গিয়েছিল দেবী অন্নপূর্ণার একটি পাথরের মূর্তি। এতদিন পর সুদূর কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের ম্যাকেঞ্জি আর্ট গ্যালারিতে সেটির খোঁজ মিলল। শীঘ্রই সেটি ভারতে ফেরাচ্ছে কানাডা সরকার।
রেজিনা বিশ্ববিদ্যালয়ের ম্যাকেঞ্জি আর্ট গ্যালারিতে মূর্তিটি সর্বপ্রথম শিল্পী দিব্যা মেহরার নজরে আসে। গ্যালারি কর্তৃপক্ষকে জানান, অন্তত ১০০ বছর আগে এই মূর্তি ভারত থেকে চুরি যায়। বৃহস্পতিবার গ্যালারির প্রদর্শনীর আগে একটি বিবৃতিতে সেই কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ১৯ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূর্তিটি ভারতে ফেরানো হবে।
রেজিনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি তথা উপাচার্য ড. থমাস চেজ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই মূর্তি ভারতে ফেরানোর কথা জানান।

সাক্ষাতের পরে অজয় বিসারিয়া জানান, আমাদের জন্য এটা খুবই খুশির খবর যে দেবী অন্নপূর্ণার মূর্তি তার ঘরে ফিরছে। রেজিনা বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় ভারতের সাংস্কৃতিক প্রতীক দেশে ফিরছে।
দিব্যা মেহেরা গবেষণা করে জানতে পারেন, ১৯১৩ সালে ভারতে এসে ম্যাকেঞ্জির নজরে পড়ে এই দেবীমূর্তি। কোনও এক অজ্ঞাত ব্যক্তি বেনারসের ঘাটের কাছে একটি মন্দির থেকে মূর্তিটি চুরি করে এনে দেন ম্যাকেঞ্জিকে। এর আগে ২০১৫ সালের এপ্রিলে খাজুরাহো মন্দির থেকে চুরি যাওয়া আরেকটি মূর্তি ভারতকে ফিরিয়ে দেয় কানাডা।


