Thursday, June 19, 2025
Latestদেশ

দিল্লি হিংসার বলি ২৪, সেনা নামানোর আর্জি

নয়াদিল্লি: রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি। হিংসার ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৪। বিক্ষোভকারীরা ঘেরাও করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি। এহেন পরিস্থিতিতে উদ্বিগ্ন কেজরিওয়াল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে সেনাবাহিনী নামানোর দাবি জানিয়েছেন তিনি।

বুধবার টুইটে কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লির পরিস্থিতি ক্রমশই আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। এবার সেনা নামানো উচিত। প্রয়োজনে কারফিউ জারি করতে হবে।


মঙ্গলবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল। বৈঠকের ২৪ ঘণ্টা পরেই দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানোর দাবি জানালেন তিনি। ইতিমধ্যেই পুলিশের সঙ্গে টহলদারিতে নামানো হয়েছে আধা সামরিক বাহিনী।

বুধবার শান্তির বার্তা দিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজে পরিস্থিতি তত্ত্বাবধান করছেন বলে টুইটে জানিয়েছেন। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফার দাবি করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।