Saturday, February 8, 2025
কলকাতা

যোগেশচন্দ্র ল কলেজে পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজোর নির্দেশ হাইকোর্টের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে যোগেশচন্দ্র ল কলেজে পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজো আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। কলেজে পুজো আয়োজনে বাধা দেওয়া এবং বহিরাগতদের দ্বারা জায়গা দখলের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেয়।

শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটির শুনানি হয়, যেখানে আদালত পুজো আয়োজনের পাশাপাশি পুলিশি নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেন। এছাড়া, যুগ্ম কমিশনার পদমর্যাদার কোনো অফিসারের উপস্থিতিতে পুজো আয়োজনের কথাও বলা হয়েছে।

যোগেশ চন্দ্র ল কলেজের পড়ুয়াদের অভিযোগ, বহিরাগতরা তাদের পুজোর জায়গা দখল করে নিয়েছে এবং সাব্বির আলি নামে এক ব্যক্তি কলেজে ঢুকে পড়ুয়াদের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তৃণমূল বিধায়ক ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার নিন্দা করে বলেছেন, “যারা পুজো বন্ধ করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাইকোর্ট নিজেও ব্যবস্থা নিতে পারে।”

এই ঘটনায় কলেজ ক্যাম্পাসে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশনা এবং পুলিশি নিরাপত্তার মাধ্যমে কলেজে শান্তিপূর্ণভাবে সরস্বতী পুজো আয়োজনের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।