১০ জানুয়ারি থেকেই দেশজুড়ে কার্যকরী হল সংশোধিত নাগরিকত্ব আইন
নয়াদিল্লি: শুক্রবার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গেজেট অফ ইন্ডিয়াতে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। এদিন থেকেই নয়া আইন কার্যকর হয়ে গেল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৪ (২০১৯ এর ৪৭) এর ধারা ১ এর উপ-ধারা (২) দ্বারা প্রদত্ত ক্ষমতার প্রয়োগ কেন্দ্র সরকার দ্বারা ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকরী হল।
এই আইন অনুযায়ী, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম শরণার্থীরা ভারতেরর নাগরিকত্ব পাবেন। তাঁরা আর অবৈধ অভিবাসী হিসাবে বিবেচিত হবেন না। তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে।
প্রসঙ্গত, লোকসভা-রাজ্যসভায় অনায়াসেই এই বিল পাশ করিয়ে নেয় মোদী সরকার। ১২ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বিরোধীদের অভিযোগ, এই আইন ধর্মের ভিত্তিতে নাগরিকত্বে অনুমোদন দিয়ে সংবিধান লঙ্ঘন করছে। তবে বিজেপির দাবি, সংবিধানের ১৪ নম্বর ধারাকে কোনওভাবেই লঙ্ঘন করেনি এই আইন।