নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের ক্ষতিপূরণ হিসাবে ৬.২৭ লাখ টাকা দিল মুসলিমরা: যোগী সরকার
লখনউ: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের নামে ভাঙচুর রুখতে উত্তরপ্রদেশ সরকার কড়া পদক্ষেপ নিয়েছিল। এবার সেই পদক্ষেপের ফল মিলল হাতেনাতে। যোগী সরকারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দশহরের মুসলিমরা গত সপ্তাহে ভাঙচুরের ঘটনার ক্ষতিপূরণ হিসাবে ৬.২৭ লাখ টাকা দিয়েছেন।
সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মুজফফরনগরেও যে ব্যাপক সহিংসতায় সম্পত্তি নষ্ট হওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে ক্ষমা চেয়েছেন তাঁরা। বুলন্দশহরের বিশিষ্ট মুসলিম সমাজের প্রতিনিধি দল যোগী সরকারের হাতে মোট ৬.২৭ লাখ টাকার একটি চেক তুলে দেন।
গত সপ্তাহে শুক্রবারের নমাজের পর বুলন্দশহরে সংশোধিত নাগরিকত্ব আইনের বিক্ষোভের নামে একটি সরকারি গাড়ি পোড়ানো হয়। আরও অনেকগুলি গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশ সহিংসতার অভিযোগে ২২ জন এবং আরও ৮০০ জন নামবিহীন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, তাঁরা মোট ৪৯৮ জন লোককে সনাক্ত করেছে, যাদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। রামপুর সহ কয়েকটি জেলায় ইতিমধ্যেই অভিযুক্ত বিক্ষোভকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পদক্ষেপ শুরু করেছে যোগী প্রসাশন।