বিরোধীরা কি প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর নৃশংসতার বিষয়টি দেখতে পাচ্ছেন না: মোদী
নয়াদিল্লি: এবার সংশোধিত নাগরিকত্ব আইন(CAA) বিরোধীদের একহাত করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোদী বলেন, আমরা কংগ্রেসের করা ঐতিহাসিক ভুল সংশোধন করতেই সিএএ এনেছি। তবে কিছু রাজনৈতিক দল সিএএ নিয়ে ভোট-ব্যাঙ্কের রাজনীতি করেছে। তাঁরা কার সুবিধার জন্য কাজ করছে? তাঁরা কি পাকিস্তানে সংখ্যালঘুদের উপর নৃশংসতা বৃদ্ধির বিষয়টি দেখতে পাচ্ছেন না?
কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মোদী বলেন, বিরোধীরা যদি নিরপেক্ষ ইতিহাসবিদদের সঠিক ধরণের বই পড়েন তাইলেই তাঁরা দেশভাগের ইতিহাস সম্পর্কে সত্য টা জানতে পারবেন। স্বাধীনতার সময় কার পরামর্শের ফলে দেশভাগ হয়েছিল? এর পিছনে কার স্বার্থ ছিল? যারা দেশের লাগাম নিয়েছিল তাঁরা কিভাবে বিভাজনে রাজি হয়েছিল?
মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে এনে মোদী বলেন, সিএএ নিয়ে গুজব ছড়াচ্ছে কংগ্রেস-সহ বিরোধীরা। তবে মহাত্মা গান্ধী নিজেই পাকিস্তানে নির্যাতিত হওয়া সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দিতে চেয়েছিলেন।
নরেন্দ্র মোদী বলেন, স্বাধীনতার পরে ভারত হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ এবং খ্রিস্টান-সহ অন্যান্য সংখ্যালঘুদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁরা ভারতে এলে এই দেশ তাঁদের আশ্রয় দেবে এবং তাঁদের পাশে দাঁড়াবে। মহাত্মা গান্ধী এটিই চেয়েছিলেন এবং এটিই ছিল ১৯৫০ সালের নেহেরু-লিয়াকত চুক্তি। মুসলিম অধ্যুষিত এই দেশগুলোতে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া সংখ্যালঘুদের আশ্রয় দেওয়া ভারতের দায়িত্ব ছিল। তবে পূর্ববর্তী কংগ্রেস সরকার নিপীড়িত শরণার্থীদের থেকে মুখ ফিরিয়ে রেখেছে।