মমতার ‘ক্যা, ক্যা, ছিঃ ছিঃ’ স্লোগান ভাইরাল
কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদে নেট দুনিয়ায় ভাইরাল হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন স্লোগান ‘ক্যা, ক্যা, ছিঃ ছিঃ’। নাগরিকত্ব আইনের প্রতিবাদে বরাবরই প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার প্রতিবাদ সভায় সেই তালিকায় নবতম সংযোজন হল ‘ক্যা, ক্যা, ছিঃ ছিঃ!’
মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশে বলেন, আজকের প্রতিবাদ হল ভারতের পক্ষে লড়াই করার জন্য। তারপরেই তিনি নতুন সেই স্লোগান দেন। মাইক হাতে মমতা বলেন, ক্যা, ক্যা, ছিঃ ছিঃ!’ (CAA, CAA, Chhi Chii) মমতার সঙ্গে পাল্লা দিয়ে স্লোগান দিতে দেখা যায় মঞ্চে উপস্থিত কবি জয় গোস্বামী, গায়ক প্রতুল মুখোপাধ্যায় এবং চিত্রশিল্পী শুভাপ্রসন্নকেও।
মমতা বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি,ওয়াপস লো (নাগরিকত্ব আইন এবং এনআরসি বাতিল করুন)। CAB, NRC… শেম… শেম। বিজেপি… বিজেপি… শেম….শেম।
I’m just leaving this here, in case anyone needs to laugh uncontrollably. ?#CaaCaaChhiChhi pic.twitter.com/u7Yr9FRrRK
— Rituparna Chatterjee (@MasalaBai) December 21, 2019
মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। মিথ্যে ভিডিও এবং মিথ্যে প্রচার করা হচ্ছে তাঁর নামে। সংশোধিত নাগরিকত্ব আইন তিনি মানেন না, মানবেন না। No CAB, No NRC।
‘ক্যা, ক্যা, ছিঃ ছিঃ!’ স্লোগানের ভিডিও ক্লিপটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার করে হেসে লুটিয়ে পড়েছেন অনেকেই। অনেকেই ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, “লাগামছাড়া হাসতে হলে এটা অবশ্যই দেখুন! #ক্যা ক্যা ছিঃ ছিঃ!”
কেউ আবার লিখেছেন, “জীবনে যখনই কষ্ট হবে, মন খারাপ করবে, হেডফোন বের করে এই ভিডিওটি চালিয়ে শুনবেন! মোক্ষম দাওয়াই।”