Thursday, June 19, 2025
Latestদেশ

‘যে কোনও মূল্যে সারা দেশে নাগরিকত্ব আইন- এনআরসি লাগু করা হবে’

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) ও জাতীয় নাগিরক পঞ্জির (NRC) বিরোধিতায় সবর হয়েছে বিরোধীরা। রাষ্ট্রপতির কাছে গিয়েও সরকারের বিরুদ্ধে নালিশ করেছে কংগ্রেস-সহ অন্য বিরোধীরা। অন্যদিকে, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে গিয়েও কার্যত দিশেহারা কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও মোদী সরকার সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করবে, এনআরসিও চালু হবে বলে জানিয়ে দিলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা।

দিল্লিতে আফগানিস্তান থেকে উদ্বাস্তু শিখদের সঙ্গে সাক্ষাতের সময় জেপি নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে এবং সেই অগ্রগতি অব্যহত থাকবে। নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করা হবে। আর ভবিষ্যতে গোটা দেশেই এনআরসি করা হবে।

বিরোধীরা ভোটব্যাঙ্কের রাজনীতি করছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের সংখ্যালঘুদের সমস্যা, কষ্ট নিয়ে বিরোধীরা উদাসিন। জেপি নাড্ডার কথায়, সংশোধনী নাগরিকত্ব আইনের যাঁরা বিরোধ করছেন তাঁদের কাছে অনুরোধ, তিনটি প্রতিবেশী দেশ থেকে শরণার্থীদের সঙ্গে কথা বলুন, তাঁদের দুরবস্থার কথা জানুন।

জেপি নাড্ডা জানান, এই দেশে ২৮ থেকে ৩০ বছর বসবাস করার পরেও এই সমস্ত মানুষরা তাঁদের সন্তানদের স্কুলে ভর্তি করতে পারছেন না। এদেশে বাড়ি কিনতে পারছেন না। কারণ তাঁরা এখনও ভারতীয় নাগরিকত্ব পাননি। কিন্তু ভোটব্যাঙ্কের রাজনীতির বাইরের কিছুই বিরোধীরা দেখতে পান না।