Monday, June 16, 2025
Latestদেশ

নাগরিকত্ব আইনে রাজনীতির কোনও গন্ধ নেই, এটি মানবিকতার লক্ষ্মণ: পীযূষ গোয়েল

পানাজি: সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই এই আইন বাতিলের দাবিতে উত্তাল গোটা দেশ। বিরোধীদের অভিযোগ, নয়া এই আইনের মাধ্যমে বিভেদ সৃষ্টি করা হচ্ছে হিন্দু-মুসলিমদের মধ্যে। এই আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে।

দেশজুড়ে এই বিক্ষোভের বিরুদ্ধে মুখ খুললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এখন জনগণ বুঝেছে পারছে, তাঁদের প্রতিবাদ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কিছুই সংশোধিত নাগরিকত্ব আইনে নেই যা দেশের মানুষের পক্ষে ক্ষতিকারক। প্রতিবেশি মুসলিম অধ্যুষিত ৩টি দেশ থেকে অত্যাচারিত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া কোনও অপরাধ নয়। এতে রাজনীতির কোনও গন্ধ নেই। বরং, এটি মানবিকতার লক্ষ্মণ।

পাশাপাশি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ উগরে দিয়ে পীযূষ গোয়েল বলেন, প্রতিবাদের নামে বাংলায় রেলের সম্পত্তি নষ্ট করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই কাজের পেছনে মমতা সরকারের যথেষ্ট মদত ছিল বলেও অভিযোগ করেন তিনি। দোষীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতাকে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা তিনি বলেছেন।

পীযূষ গোয়েল আরও বলেন, এই ধরনের  ঘটনায় কোনও পদক্ষেপের ক্ষমতা নেই রেলের। তাই স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। যারা রেলের সম্পত্তি নষ্ট করেছে তাদের সিসিটিভি ফুটেজও রয়েছে। এর সাহায্যে দুর্বৃত্তদের শনাক্ত করে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া উচিত মমতার।