CAA ভারতের অভ্যন্তরীণ বিষয়: শেখ হাসিনা
ঢাকা: গাল্ফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ভারতের অভ্যন্তরীণ বিষয়, তবে প্রয়োজন ছিল না। শেখ হাসিনা প্রশ্ন তোলেন, আমি বুঝতে পারছি না ভারত সরকার কেন এটা করেছে? এটার কোনও প্রয়োজন ছিল না।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বরাবর মেনে এসেছে সিএএ ও এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এমনকি, সরকারি ভাবে ভারত সরকার এনআরসির রূপায়ণ অভ্যন্তরীণ ক্ষেত্রেই করেছে। গত অক্টোবরে আমি যখন দিল্লি সফরে গিয়েছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমাকে একই আশ্বাস দিয়েছেন।
গাল্ফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন, তাঁর দেশে কোনও নথিভুক্ত উদ্বাস্তু নেই। জানা গেছে ১৬০ মিলিয়ন (১৬ কোটি) জনসংখ্যার দেশে, ১০.৭% সংখ্যালঘু হিন্দু। এর বাইরে কোনও উদ্বাস্তু নেই। কিন্তু ভারত উদ্বাস্তু সমস্যার সম্মুখীন।
বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন চলতি মাসে ভারত সফরে এসে সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, ভারত, আমাদের এক নম্বর বন্ধু। ভারত সরকার আশ্বাস দিয়েছে এনআরসি ও সিএএ, তাদের অভ্যন্তরীণ বিষয়। আইনি কিছু জটিলতা দূর করতে তাঁরা এটা করছে। কিন্তু আমার উদ্বেগ, ভারতে কোনও অস্থিরতা তৈরি হলে, সেটা পড়শি দেশেও প্রভাব ফেলবে।