বিরোধীদের কাছে আমি জানতে চাই, নির্যাতিত শরণার্থীরা যাবে কোথায়: অমিত শাহ
নয়াদিল্লি: নতুন বছরের শুরুতে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, এই আইন শুধু নির্যাতিত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য আনা হয়েছে। এই আইন নিয়ে যা বিতর্ক উঠেছে তা সবই বিরোধীদের মিথ্যে প্রচারের জের।
অমিত শাহ বলেন, সিএএ ও এনআরসি দুটো বিষয় পুরোপুরি আলাদা। তিনি বলেন, সিএএ কোনওভাবেই সংবিধানের ১৪ নম্বর ধারা লঙ্ঘন করছে না। শরণার্থীরা আমাদের ভাই, তাঁদের সম্মান দেওয়া হচ্ছে। বঞ্চিত মুসলমানদেরও নাগরিকত্ব দেওয়া হয়েছে। দেশের জনগণ বোঝেন কারা গুজব ছড়িয়ে মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছেন। সমস্ত বিরোধীদের থেকে আমি জানতে চাই, নির্যাতিত এই সব শরণার্থীরা যাবে কোথায়।
দেশের জনগণ বোঝেন যে মানুষের মধ্যে উত্তেজনা কারা সৃষ্টি করছেন।
সমস্ত বিরোধীদের থেকে আমি জানতে চাই, এই সব শরণার্থীরা যাবে কোথায় ? : শ্রী @AmitShah #IndiaSupportsCAA pic.twitter.com/uw6L4JZvQh
— BJP Bengal (@BJP4Bengal) January 4, 2020
রাহুল গাঁন্ধী ও প্রিয়ঙ্কা গাঁন্ধী ভঢরার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে অমিত শাহ বলেন, তাঁরা নাগরিকত্ব আইনের একটি ধারার কথা বলুন, যাতে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, যে সব রাজ্যে কংগ্রেস সরকার ক্ষমতায় রয়েছে, সে সব রাজ্যে সিএএ বিরোধী প্রতিবাদ কেন হল না। মানুষ বুঝতে পারছেন, এই সব ঘটনার পিছনে আসলে কাদের হাত রয়েছে।
এদিকে, কংগ্রেস-সহ বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোপ, ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল পাকিস্তান। আর পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। তবে কংগ্রেস ও তার সঙ্গীরা পাকিস্তান নিয়ে চুপ। ওরা শরণার্থীদের বিরুদ্ধেই মিছিল করছে।